খুলনায় অস্ত্রসহ দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ
মোল্লা জাহাঙ্গীর আলম খুলনা //
খুলনায় অস্ত্রসহ ২ যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ।আটককৃতরা হলেন নগরীর চানমারি ৩য় লেন, মাজার গলি এলাকার মৃত: জাহিদুল ইসলাম বুলু’র ছেলে জনি মোল্লা (২০) এবং চাঁনমারি বাজার এলাকার মোঃ আবু ছালেহ স্বপনের ছেলে মোঃ সাব্বির (২২)।
এ সময় তাদের কাছ থেকে পিস্তল,গুলি, ম্যাগাজিন ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার ১৭ই আগস্ট রাত ১০টার দিকে খুলনা থানাধীন চাঁনমারী এ্যাপ্রোচ রোডস্থ চাঁনমারী বাজার এলাকা থেকে তাদেরেক আটক করা হয়।
এ সময় তাদের দেহ তল্লাশি করে একটি সচল পিস্তল, একটি ম্যাগজিন, তিন রাউন্ড গুলি এবং একটি রেজিস্ট্রেশন বিহীন এ্যাপাচী মোটরসাইকেল উদ্ধার করা হয় আটক জনি মোল্লার বিরুদ্ধে ইতিপূর্বে একটি হত্যা মামলাসহ দুইটি মামলা রয়েছে।তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে খুলনা থানার মামলা দায়ের করা হয়েছে, যার নং-২৫,