খুমেক হাসপাতালে বাড়ছে ডেঙ্গু রোগী, হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা
মোঃ শামীম হোসেন – খুলনা বিভাগীয় প্রতিনিধিঃ-
সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে প্রতিদিন মৃত্যুর খবর আসছে। এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ৮০ হাজার ছাড়িয়ে গেছে। একইভাবে খুলনায়ও ডেঙ্গু পরিস্থিতি ক্রমেই ভয়াবহ হচ্ছে। এতে মানুষের মধ্যে বাড়ছে উদ্বেগ ও উৎকণ্ঠা। ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ও নার্সদের ওপর চাপ বাড়ছে। দিন দিন পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে। তাতে এবার বিগত বছরের রেকর্ড ছাড়িয়ে যাবে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। বর্তমানে খুমেক হাসপাতালে ১০২ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হয়েছে ২০ জন। খুমেক হাসপাতালের আবাসিক কর্মকর্তা (আরএমও) ডা. সুহাস রঞ্জন হালদার গণমাধ্যমকে এ তথ্য জানান। তিনি জানান, চলতি বছরে খুলনায় সর্বমোট ৫৫৭ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছে। গত ২৪ ঘণ্টায় ২০ জন নতুন রোগী ভর্তি হয়েছে। আর ছাড়পত্র নিয়েছে চার জন। এদিকে, চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৭৩ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৪৬ জন। এতে আক্রান্তের সংখ্যা ৮০ হাজার ছাড়িয়ে বেড়ে দাঁড়িয়েছে ৮০ হাজার ৭৪ জনে।
২০২০ সালে করোনা মহামারিকালে ডেঙ্গুর সংক্রমণ তেমন একটা দেখা না গেলেও ২০২১ সালে সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন। ওই বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১০৫ জনের মৃত্যু হয়েছিল। এছাড়া ২০২২ সালে ডেঙ্গু নিয়ে মোট ৬২ হাজার ৩৮২ জন হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এরমধ্যে মারা গেছেন ২৮১ জন।