স্টাফ রিপোর্টারঃ বন্ধুত্ব যখন শত্রুতায় রূপ নেয়,তখন অপরাধ সংঘটিত হতে সময় লাগে না ।
স্থানীয় হাসপাতাল ও থানা সূত্রে জানা যায়,আজ আনুমানিক ৭.৩০ মিনিটের দিকে ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলাধীন পৌর এলাকার পাড়াটঙ্গীতে ধারালো ক্ষুরের আঘাতে স্থানীয় যুবক নূরুদ্দিন (৪০) পিতা মোঃ একাব্বর মারাত্মক জখম হয় । পরে তাকে মূমুর্ষু অবস্থায় স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক মমেক হাসপাতালে রেফার করেন । ঘটনার সময় স্থানীয় জনতা একই এলাকার আসামি মোঃ সিরাজুল ইসলাম (৩৭) পিতা যাদন আলী কে আটক করে যৌথবাহিনী'র কাছে সোপর্দ করে । এ ব্যাপারে জানতে চাইলে মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামাল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করেন ।
মামলা প্রক্রিয়াধীন রয়েছে । এই রিপোর্ট লেখা পর্যন্ত এলাকা থমথমে অবস্থায় থাকলেও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রয়েছে ।