মোঃ মোশারফ হোসেন সেলিম রাঙ্গামাটি জেলা প্রতিনিধ
রাঙ্গামাটি পার্বত্য জেলার কোতোয়ালি থানার অন্তর্গত মগবান ইউপি বড়াদম নামক স্থানে কোতোয়ালি থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারিয়া উর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ক্রমে আসামীগণ যতক্রমে ১। আয়েশা বেগম (২৭), স্বামী-মঈনুদ্দীন, পিতা-মৃত এসকান্দার, মাতা-
মাফিয়া খাতুন, ২। শিরিন বেগম (২৩), স্বামী-মনির হোসেন, পিতা-মৃত সাবুদ্দিন, মাতা-আনু বেগম, ৩।
আনোয়ারা বেগম (৫৪), স্বামী-আজিজুল হক, পিতা-মৃত সেকেন্দার, মাতা-মৃত বিবি সালেহা, সর্ব সাং- পাহাড়তলী,
স্ক্যাপ কলোনী (রেল গেইট), ০৯নং ওয়ার্ড, সিটি কর্পোরেশন, থানা-আকবর শাহ, সিএমপি চট্টগ্রাম ৪। সোনিয়া
আক্তার (২৪), স্বামী-সাদা মিয়া, পিতা-মৃত মোজাম্মেল হক, মাতা-মরিয়ম, সাং- আম-বাগান ঝাউতলা ইউসুফ স্কুলের
পিছনে, থানা-খুলশী, সিএমপি চট্টগ্রামদের কে ৭৩ লিটার চোলাই মদ সহ ২/৭/২৩ ইং ১৩.০৫ ঘটিকায় মগবান ইউপিস্হ বড়াধম এলাকা হতে আটক করা হয়েছে। নিয়মিত মামলায় কোর্টে পাঠানো হয়েছে।