কেএমপি’ পুলিশের অভিযানে ১"টি পিকআপ উদ্ধার সহ চোর চক্রের ১"সক্রিয় সদস্য গ্রেফতার
মোল্লা জাহাঙ্গীর আলম/ সহকারী সম্পাদক //
খুলনার কেএমপি’র হরিণটানা থানা পুলিশের একটি চৌকস টিম উক্ত থানাধীন জিরোপয়েন্ট মোড়ে চেকপোষ্ট ডিউটি করাকালে সাতক্ষীরা থেকে খুলনা মুখী একটি মাঝারি আকারের পিকআপ চেকপোস্টের সামনে পৌঁছালে সিগন্যাল দিয়ে থামাতে বললে পিকআপটি না থেমে দ্রুত বেগে চালিয়ে পালানোর চেষ্টা করে বুধবার ১৭ জানুয়ারি ২০২৪ সকাল ৯:৩০ মিনিটের সময়।
পরবর্তীতে ৯.৫০ মিনিটের সময় খুলনার হরিণটানা থানার মোবাইল-৪ ডিউটিরত অফিসার-ফোর্স এবং চেকপোস্ট-৪ এর ফোর্স মিলে উক্ত পিকআপটি আটকানোর জন্য ধাওয়া করলে পিকআপের চালক হরিণটানা থানাধীন জয়বাংলা মোড় হতে মোস্তফার মোড় গামী খুলনা বাইপাসের পাশে নির্মাণাধীন নতুন জেলখানার প্রধান গেটের সামনে পাঁকা রাস্তার উপর পিকআপটি দাঁড় করে পালানোর চেষ্টাকালে হরিণটানা থানা পুলিশ চোর চক্রের সক্রিয় সদস্য ১ মোঃ এমদাদুল ফকির (৩২) গ্রেফতার করে।
গ্রেফতারকৃত -মোঃ ইউনুস ফকির এর ছেলে।ঠিকানা নওয়াপাড়া, থানা-ফকিরহাট, জেলা-বাগেরহাট। চোর চক্রের অপর ২ জন সহযোগী ১" শরিফ শেখ (৩৫) পিতা-শওকত শেখ, সাং-জাবুসা এলাইপুর, থানা-রূপসা, জেলা-খুলনা ও ২" হৃদয় (২৮) পিতা-ইসলাম, সাং-জাবুসা এলাইপুর, থানা-রূপসা, জেলা-খুলনা তারা কৌশলে পালিয়ে যায়।
গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে পলাতক আসামীদের উল্লেখিত নাম-ঠিকানা প্রকাশ করে। ঘটনাস্থলে উপস্থিত নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে আসামী মোঃ এমদাদুল ফকির (৩২) এর দেহ ও গাড়ি তল্লাশি করে তার উপস্থাপন মতে চুরির কাজে ব্যবহৃত মালামাল ১/(এক) টি পিকআপ ভ্যান, যার চেসিস নং-LVAV2JBB6NE424059, ইঞ্জিন নং- Q2206 9174 5D, রেজিঃ নং-ঢাকা মেট্রো-ন-১২-৪৫৬৯/(দুই) টি তালা ভাঙ্গার বেনা; (এক) টি তালা কাটার কাটারী (এক) টি লোহার শাবল (এক) টি হাসুয়া উদ্ধার পূর্বক জব্দ করা হয়।
এই ঘটনায় খুলনার হরিণটানা থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-০৬, তারিখ-১৭/০১/২০২৪ ধারা-৪০১ পেনাল কোড রুজু করা হয়েছে।মোল্লা জাহাঙ্গীর আলম ০১৯০৮২২৬২২৬