সফিকুল ইসলাম হিরু ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠি উপজেলাধীন বাসন্ডা ইউনিয়নের কৃষ্ণকাঠি গ্রামে অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের আওতায় স্থাপিত পুষ্টি বাগানের উঠান বৈঠক এবং তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় বাস্তবায়িত প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষি অফিসারের সঞ্চালনায় উক্ত দুটি প্রোগ্রামের সভাপতিত্ত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বরিশাল অঞ্চল, বরিশালের সম্মানিত অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মো: শওকত ওসমান স্যার।
প্রধান অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয়ের সম্প্রসারণ অনুবিভাগের সম্মানিত যুগ্মসচিব জনাব এ.টি.এম সাইফুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের সম্মানিত মনিটরিং অফিসার জনাব রথীন্দ্র নাথ বিশ্বাস
অতিরিক্ত উপপরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) জনাব মো: রিফাত সিকদান।
প্রধান অতিথি ও সভাপতি মহোদয়গণ তেল ফসলের আবাদ বৃদ্ধির পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনা প্রতি ইঞ্চি জমিতে ফসল আবাদের মাধ্যমে পারিবারিক পুষ্টি চাহিদা মিটাতে হবে। তারা উল্লেখ করেন প্রতি ইঞ্চি জমি আবাদের আওতায় আনা ও পারিবারিক পুষ্টি চাহিদা পূরণে বর্তমান সময়ে সবচেয়ে উত্তম মাধ্যম হলো পারিবারিক পুষ্টি বাগান স্থাপন।
অন্যান্য অতিথিবৃন্দ তেল ফসলের আবাদ বৃদ্ধির কল কৌশল এবং তেল ফসল আবাদের গুরুত্ব তুলেন। এছাড়াও পারিবারিক পুষ্টি বাগান স্থাপনের গুরত্ব ও স্থাপনের কলা কৌশল আলোচনা করা হয়।