কৃষকের ধান কেটে ঘরে পৌঁছে দিল রংপুর জেলা কৃষক লীগঃ
আবু তালেব,স্টাফ রিপোর্টার:
রংপুর মহানগরে কৃষকের ধান কেটে মাড়াই করে ঘরে পৌঁছে দিল জেলা কৃষক লীগের কর্মীরা। বোরো ধান পেকে গেলেও শ্রমিক সংকটের কারণে তা কাটতে পারছিলেন না মহানগরীর ৩ নং ওয়ার্ডে কৃষক শাকিল। এমন পরিস্থিতিতে তার পাশে দাঁড়িয়েছে রংপুর জেলা কৃষক লীগ। বৃহস্পতিবার সকালে রংপুর জেলা কৃষক লীগের উদ্যোগে কৃষকের চল্লিশ শতক জমির ধান কেটে দেন কৃষক লীগের নেতাকর্মীরা। বিনা পারিশ্রমিকে ধান কেটে দেয়ায় খুশি কৃষক শাকিল। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে অসহায় কৃষকের ধান কেটে মাড়াই করে ঘরে তুলে দেয়ার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানায় কেন্দ্রীয় কৃষক লীগ। সেই আহ্বানে সাড়া দিয়ে কৃষক শাকিলের ধান কেটে ঘরে পৌঁছে দেয় জেলা কৃষক লীগ। এ সময় ধান কাটায় অংশ নেন জেলা কৃষক লীগের সদস্য সচিব শহিদুল ইসলাম দুখু , প্রচার সম্পাদক আব্দুল করিম, সদস্য নিমেষ কুমার দেব শর্মা, রাশেদুজ্জামান খোকন, গঙ্গাচড়া উপজেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাকিম আলম নয়ন, সহ কৃষক লীগের অন্যান্য নেতা কর্মীরা। ধান কাটায় আরো অংশ নেন লেবু, জহির, আমজাদ, মহাসিন, আব্দুল লতিব, দুলাল মিয়া, শাকিল আহমেদ, কামু। এ সময় আরও উপস্থিত ছিলেন মেট্রোপলিটন কৃষি অফিস তাজহাট রংপুর এর উপসহকারী কৃষি কর্মকর্তা রাশেদুল ইসলাম। জেলা কৃষক লীগের সদস্য সচিব শহিদুল ইসলাম দুখু বলেন, এ বছর দেশে বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। ফলন ভালো হলেও তীব্র গরম, শ্রমিক ও আর্থিক সংকট এবং কালবৈশাখী ঝড়ে জমির পাকা ধান ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তায় পড়েন কৃষকরা। কৃষকদের কথা চিন্তা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষকদের পাশে দাঁড়ানোর জন্য বলেছেন। সেই আহ্বানে সাড়া দিয়ে রংপুর জেলা কৃষক লীগ কৃষকদের পাশে দাঁড়িয়েছে। আজ তীব্র গরমের মধ্যে কৃষক শাকিলের ক্ষেতের পাকা ধান কেটে তার ঘরে পৌঁছে দিয়েছি। পর্যায়ক্রমে জেলা-উপজেলা অসহায় কৃষকের ধান কেটে দেয়া হবে। কৃষকের মুখে হাসি ফোঁটাতে কৃষক লীগ ধান কাটার কার্যক্রম শুরু করেছে। কৃষক শাকিল বলেন, আমার চল্লিশ শতক জমিতে বোরো ধানের আবাদ করেছিলাম। শ্রমিক সংকটের কারণে ধান কাটতে পারছিলাম না। বিনা পারিশ্রমিকে কৃষক লীগের নেতাকর্মীরা আজ আমার জমির ধান কেটে দিয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী ও কৃষক লীগের নেতা কর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। জেলা কৃষক লীগের প্রচার সম্পাদক বলেন, বাংলাদেশ কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমির চন্দ এবং সাধারণ সম্পাদক এ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি বিপদগ্রস্ত কৃষকের পাশে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন। সেই অনুযায়ী সমস্যায় থাকা কৃষকের পাশে থাকার জন্য মাঠে নেমেছেন কৃষক লীগ। আমরা গরিব অসহায় মানুষের পাশে ছিলাম আছি থাকবো।