কুষ্টিয়া প্রতিবেদক :
কুষ্টিয়া কুমারখালী উপজেলার চরসাদীপুর গ্রামের ঘোষপুর এলাকায় মজিবর বিশ্বাসের মোড়ে ১৩/১১/২৩ বিকাল ৫ টায় পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের আঘাতে গুরুতর আহত ও জখম হয়েছে জাহাঙ্গীর মেম্বার। তিনি ২ নং ওয়ার্ড মেম্বার। তিনি বলেন আমি ও চেয়ারম্যান মেছের আলী খা, ঘোষপুর মজিবর বিশ্বাসের মোড় এলাকায় আসার সঙ্গে সঙ্গে অতর্কিতভাবে ওত পেতে থাকা প্রতিপক্ষের লোকজন কিছু বুঝে উঠার আগেই আমার উপর আক্রমণ করেন। চেয়ারম্যান সাহেব ঠেকাইতে গেলে তিনিও আহত হন। মজিবরের বিশ্বাস শহিদুল বিশ্বাস আনারুল বিশ্বাস তুহিন বিশ্বাস ওয়ারেজ বিশ্বাস আনোয়ার বিশ্বাস বক্কার বিশ্বাসসহ আরো ও অনেকেই আমাকে মারতে থাকে এবং আমার কাছে থাকা নগদ ২ লক্ষ ৭০ হাজার টাকা ছিনিয়ে নেন। নিজের জীবন বাঁচাতে আব্বাস বিশ্বাসের বাড়িতে আশ্রয় গ্রহণ করি। তিনি আরো বলেন তাকে জীবন নাশের হুমকি প্রদান করা হচ্ছে এখন আমি ও আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছি।
স্থানীয় সূত্রে জানাযায়, কুমারখালী উপজেলা চরসাদীপুর ইউনিয়নের ঘোঘপুর ২নং ওয়াড মেম্বার জাহাঙ্গীর আলম( ৪৫) একই এলাকায় মজিবর ৬০ বিশ্বাসের সাথে হালকা ঝামেলা চলছিল। হঠাৎ পূর্ব শত্রুতার জের ধরে জাহাঙ্গীর আলম মেম্বার কে জখম ও আহত করা হয়েছে।
আহত জাহাঙ্গীর মেম্বার আরো বলেন ঘটনাটি সুষ্ঠু তদন্ত করে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনার জোর দাবি জানান।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনা নিশ্চিত করে বলেন, আমরা দুইপক্ষের অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।