বিশেষ প্রতিনিধিঃ খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) একাডেমিক কার্যক্রম আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত থাকবে বলে সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে সিন্ডিকেট সভায় নেয়া প্রশাসনের এমন সিদ্ধান্তকে প্রত্যাখান করেছে সাধারণ শিক্ষার্থীরা। উপাচার্য, উপ-উপাচার্য ও ছাত্র কল্যাণ পরিচালককে বর্জনের ঘোষণা দিয়েছেন তারা।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) সিন্ডিকেট সভার পর বিকেল সোয়া ৪টার দিকে শিক্ষার্থীরা প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান।
শিক্ষার্থীরা জানায়, সিন্ডিকেট সভার পর ৬ দফা দাবির মধ্যে প্রথম ৫ দফা দাবি আংশিকভাবে মেনে নেয়া হবে বলে আশ্বস্ত করা হয়েছে, তবে বাস্তবায়ন করা হয়নি। বারবার চেষ্টা করে ব্যর্থ হওয়ায় সাধারণ শিক্ষার্থীরা কুয়েটের উপাচার্য, উপ-উপাচার্য ও ছাত্র কল্যাণ পরিচালককে বর্জন করবে। এখন থেকে এই তিন পদে কেউ নেই বলেও জানান তারা
বিফ্রিংয়ে জানানো হয়, এই তিন পদে নতুন নিয়োগের জন্য শিক্ষার্থীদের পক্ষ থেকে আজ বুধবার প্রধান উপদেষ্টার কাছে লিখিত আবেদনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এছাড়া ক্যাম্পাসের হলে থাকার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষার্থীরা।