কাশিয়ানী উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতির দাফন সম্পন্ন
মোঃ মিন্টু শেখ গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার সাবেক সভাপতি রউফ মোল্লা গতকাল বৃহস্পতিবার দুপুর ১,৩০ টায় বার্ধক্য জনিত কারণে নিজ বাড়িতে ইন্তেকাল করিয়াছেন। “ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন” তাঁর মৃত্যু কালে বয়স হয়েছিল ৯৪ বছর।ভাদুলিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে রাত ৮টায় মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজার পরে পারিবারিক গোরস্থানে তাঁর দাফন কার্য সম্পন্ন করা হয়। জানাজার পূর্বে আওয়ামী লীগের নেতৃবৃন্দ আব্দুর রউফ মোল্লার স্মৃতিচারণ করেন। পরে গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা (এমপি), ২ আসনের সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিম (এমপি) ও ১ আসনের সংসদ সদস্য মুহাম্মদ ফারুক খান (এমপি)র পক্ষ থেকে মরহুমের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও গভীর শোক প্রকাশ করেন। এ সময় প্রধানমন্ত্রীর এ পি এস- ২ গাজী হাফিজুর রহমান লিকু, জেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক খন্দকার সিরাজুল ইসলাম, সদস্য এম এ খায়ের মিয়া, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো, মোক্তার হোসেন, সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর আলম, সহ-সভাপতি শরাফত হোসেন লাভলু মৃধা, জামিনুর রহমান জাপান, সাংগঠনিক সম্পাদক প্রফেসর মফিজুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মশিউর রহমান খান, দপ্তর সম্পাদক শহিদুল খন্দকার, হাবিবুর রহমান হানিফ, ইউপি চেয়ারম্যান আনজুরুল ইসলাম আঞ্জু, লুৎফা রহমান লুথু, রামদিয়া কলেজের সাবেক ভিপি রাজিব হোসেন মোল্লা, উপজেলা ছাত্র লীগের সভাপতি মোঃ আজাদ হোসেন মৃধা, আওয়ামী লীগ এবং সহযোগী সাংগঠনের নেতৃবৃন্দসহ হাজার হাজার স্থানীয় ব্যক্তিবৃন্দ উপস্থিত ছিলেন।