কাশিয়ানী উপজেলার সাজাইল গোপিমোহন উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত বঙ্গবন্ধুর ভবন উদ্বোধন
মোঃ মিন্টু শেখ গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার সাজাইল গোপিমোহন উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত একাডেমিক ভবন বঙ্গবন্ধুর উদ্বোধন হয়েছে। আজ শনিবার ২২ জুলাই বেলা ১১ টায় বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও গোপালগঞ্জ – ১ আসনের সংসদ সদস্য লেঃ কর্নেল (অব) মুহাম্মদ ফারুক খান, প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ভবনের শুভ উদ্বোধন করেন। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ শাহিনুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, কাশিয়ানী উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোক্তার হোসেন, সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর আলম, উপজেলা আওয়ামীলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক,সিদিকুজ্জামান রব্বানী, আওয়ামীলীগের আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য ও সুচিন্তা ফাউন্ডেশনের যুগ্ন আহবায়ক কানতারা খাঁন, ইউ এন ও মোঃ মেহেদী হাসান,সাজাইল ইউপি চেয়ারম্যান মাহাবুবুল আলম (সেলিম) সাজাইল ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিপ্লব হোসেন প্রমুখ, এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।