কাশিয়ানী উপজেলার মাজড়া বাজার এলাকা থেকে গাঁজার গাছসহ গ্রেফতার ২
মোঃ মিন্টু শেখ গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মাজড়া বাজার এলাকা থেকে নিজ বাড়িতে গাঁজার গাছসহ পুলিশের হাতে ধরা পরেছে (২) যুবক। তাদের বর্তমান থানা পুলিশের হেফাজতে রেখেছেন। আজ ১৯শে আগষ্ট শনিবার বিকালে কাশিয়ানী থানা পুলিশ মাজড়া বাজার এলাকায় অভিযান পরিচালনা চালিয়ে আটক করেছে। গাঁজার গাছসহ যাদের গ্রেফতার করেছে, ১আব্দুল্লাল সিকদার (ওরফে) আলামিন,পিতা ইলিয়াস সিকদার গ্রাম ভাটোইধোবা, ২খায়রুল শেখ, পিতা রুহুল শেখ, গ্রাম শিবপুর উভয়কে আনুমানিক ৩ থেকে ৪ ফুট গাঁজার গাছ এবং ৫টি ইয়াবা স্টিকসহ আটক করেছে কাশিয়ানী থানা পুলিশ, যোগাযোগ করে জানা যায়।আব্দুল্লাল সিকদার দেরমাস আগে গাঁজার গাছটি ক্রয় করে নিজ বাড়িতে টপে বড় করতে থাকেন।গ্রেফতারকৃতরা উভয়ই পেশায় ভ্যান চালক কাশিয়ানী থানা পুলিশ গোপন সংবাদের ভিক্তিতে মাজড়া বাজারের পাশে ইলিয়াস শেখের বাড়িতে উভয়কে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ ফিরোজ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।