কাশিয়ানী উপজেলার জয়নগর বাজারের পূর্ব পাশে রেল সংযোগের আন্ডারপাচ রাস্তার বেহাল অবস্থা
মোঃ মিন্টু শেখ গোপালগঞ্জ প্রতিনিধি
জয়নগর টু মাঝিগাতি রেল সংযোগ আন্ডার পাচের ভোগান্তির শেষ নেই।আজ ০২ আগষ্ট বুধবার এলাকাবাসী জানালে সরো জমিনে যেয়ে দেখা গেল এলাকাবাসীর ভোগান্তির কোন শেষ নেই একটু বৃষ্টি হলেই সৃষ্টি হয়। জলবব্দতা,আর এই জলবব্দতার কারনে রোড এক্সিডেনট সহ জনগণের ভোগান্তির সেষ নেই,উল্লেখ যে জয়নগর টু মাঝিগাতির এই সংযোগ দিয়ে প্রতিদিন হাজার হাজার লোকের যাতায়াত।ইতিপূর্বে উক্ত বিষয়টি সোস্যাল মিডিয়ার মাধ্যমে অবগত করা হলেও তার কোন সুনির্দিষ্ট সমাধান আসে নি।এমতাবস্থায় উক্ত বিষয়টি অএ উপজেলার থানা নির্বাহী কর্মকর্তার মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি। নজরদারিতেই সমাধান হতে পারে জয়নগর টু মাঝিগাতি আন্ডার পাচের সড়কটি।থানা নিবার্হী কর্মকর্তার নজরে আসবে এটাই আসাবাদী অএ এলাকার সাধারণ জনগণের