কার্পাসডাঙ্গা ক্যাম্প পুলিশে মাদক বিরোধী অভিযান গ্রেফতার ০২
তানজিল আহমেদ রনি চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি
চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জনাব আব্দুল্লাহ্ আল-মামুনের সার্বিক দিকনির্দেশনায় অফিসার ইনচার্জ দামুড়হুদা মডেল থানা জনাব মোঃ সাইফুল ইসলামের নেতৃত্বে কার্পাসডাঙ্গা ক্যাম্পের এসআই(নিঃ) ইমরান হোসেন, এএসআই(নি:) মোঃ মসলেম উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে অদ্য ০৩.০৫.২০২৩ খ্রি: তারিখ আনুমানিক ২০.০৫ ঘটিকার সময় দামুড়হুদা মডেল থানাধীন কার্পাসডাঙ্গা ইউনিয়নের কোমরপুর গ্রামস্থ জনৈক ডিউকের মুদি দোকানের সামনে হতে আসামি ০১। আজিজুল হক গিরি(২৫), পিতা-মো: মনিরুল ইসলাম, ২। সোহেল রানা(২২), পিং-রশিদ আলী, উভয় সাং-হুদাপাড়া, থানা-দামুড়হুদা, জেলা- চুয়াডাঙ্গাদ্বয়ের নিকট হতে ৫১ (একান্ন) পিস ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে দামুড়হুদা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়।