কাঠালিয়ায় আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সফিকুল ইসলাম হিরু ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠির কাঠালিয়ার চেচরীরামপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ড আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন আজ মঙ্গলবার সকাল ১১ টায় পর্শ্চিম চেচরী মোল্লা বাড়ি ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়েছে। ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ আব্দুল কুদ্দুস মোল্লার সভাপতিত্বে অত্র ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ হারুন অর রশিদ জমাদ্দার জাতীয় সংগীত ও পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্ধোধন করেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মোঃ এমাদুল হক মনির। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ মনির হোসেন খান, উপজেলা ভাইস চেয়ারম্যান মোসাঃ ফাতেমা খানম, জেলা পরিষদ সদস্য এেস এম ফয়জুল আলম সিদ্দিকী ফিরোজ, বিআর ডিবির চেয়ারম্যান মোঃ কাওসার আহম্মেদ জেনিভ সিকদার, ইউপি চেয়ারম্যান মোঃ মাহমুদুল হক নাহিদ সিকদার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মোঃ মঞ্জুরুæল কবির পারভেজ, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ সাইয়িদ আহম্মেদ জিসান, সাধারন সম্পাদক মোঃ মাসুদ খান, যুবলীগ নেতা মোঃ বাদল,সহ আরো অনেকে। সম্মলেন শেষে উপস্থিতিদের সমর্থনে মোঃ আব্দুল কুদ্দুস মোল্লাকে সভাপতি ও বাবু ধীরেন দাসকে সাধারন সম্পাদক করা হয়েছে।