কাউখালীতে, ৭৪,লিটার চোলাই,মদ, সহ এক যুবককে আটক করে ও একটি সিএনজি জব্দ করে
মোঃ মোশারফ হোসেন সেলিম রাঙ্গামাটি জেলা প্রতিনিধ
রাঙামাটির কাউখালীর ঘাগড়া আর্মি ক্যাম্প এলাকা থেকে ৭৪ লিটার চোলাই মদ সহ মোঃ শাহাদাত (২২) নামের এক যুবক আটক করেছে যৌথ বাহিনী। বৃহস্পতিবার রাত ৮টায় ঘাগড়া আর্মি ক্যাম্প চেকপোস্টে নিয়মিত সিএনজি চালিত অটোরিক্সা তল্লাশিকালে তাকে আটক করা হয়। এসময় সিএনজিতে থাকা ৭৪ টি সেলাইনের প্যাটেকে ভর্তি ৭৪ লিটার চোলাই মদ পাওয়া যায়।
আটককৃত শাহাদাত চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলাকার নজু মিয়া হাট এলাকার মৃত শেখ আহম্মদ এর ছেলে।
কাউখালী থানার অফিসার ইনচার্জ পারভেজ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিরাপত্তা বাহিনীর সার্জেন রবিউল, কাউখালী থানা পুলিশের এসআই রুবেল ও রোমান এর নেতৃত্বে চট্টগ্রাম -থ- ১৩৭১৮৩ সিএনজিচালিত অটোরিক্সা তল্লাশি চালিয়ে সেলাইনের প্যাকেটে ভর্তি মদ সহ শাহাদাত’কে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রক্রিয়া চলছে। মাদক পাচারে ব্যবহার করা গাড়িটিও জব্দ করা হয়েছে।