কল রেকর্ড ফাঁস….. দুর্ধর্ষ নাজিম ডাকাত নিজের গুলিতেই নিজে আহত।
সাহেব মাহমুদ,
ভোলা ৩ আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী সাবেক ছাত্রলীগ নেতা ইঞ্জিনিয়ার আবু নোমান হাওলাদারের সমর্থক তজুমদ্দিন উপজেলার চাঁচড়া ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িঘরে (২৫ জুন) ব্যাপক ভাংচুর-লুটপাটের ঘটনায় জড়িত নাজিম ডাকাত ভোলা ৩ আসনের বর্তমান সাংসদ নুরুন্নবী চৌধুরী শাওনের ছত্রছায়ায় আছে বলে অভিযোগ করেছেন চাঁচড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান রিয়াদ হোসেন হান্নান।
আরও পড়ুন:
রিয়াদ হোসেন হান্নান বলেন, নাজিম ডাকাতের বাড়ি তজুমদ্দিন উপজেলার সোনাপুর ইউনিয়নে আমার বাড়ি থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে। নাজিম ডাকাত নিজের বন্দুকের গুলিতে আহত হয়ে সাংবাদিকদের মিথ্যা বলেছিল। ইতিমধ্যে তথ্যপ্রযুক্তির কল্যাণে আমরা সত্য ঘটনা জানতে পেরেছি। আমরা আগামী জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ার আবু নোমানের সমর্থন করায় স্থানীয় সাংসদের ইন্ধনে এদের মত চিহ্নিত জলদস্যুদের দিয়ে আমার নিজ বাড়ি সহ আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়ি ও দোকানপাট ভাংচুর ও লুটপাট চালিয়েছে এবং এই সকল কর্মকাণ্ডের পরবর্তীতে এই জলদস্যুদের দিয়ে আমাদের নামে মিথ্যা মামলা দিয়েছে।
আরও পড়ুন:
উল্লেখ্য যে, নাজিম উদ্দিনের ফাঁস হওয়া ফোন আলাপে নাজিম বলেছিলো, “ভাইয়া শরীলের অবস্থা ভালো নাও… আরে মিয়া কইয়েন না, নিজাম দালাল লইয়া গেছে… পরে গেছি, মেশিনডা লোড অবস্থায় আছিলো… আমি কান্ধে রাখছিলাম লোড কইরা, পরে কোপাকুপি করছে বাজারে ভাংচুর করছে হেয়ানে জ্যামের মধ্যে পড়ছিতো, পরে এক জন গা প্যাচায় ঠেলা দিছে… ঠেলা দিছে মতনই বিচি ফুইট্টা বগলের তল দিয়া বাইর হইয়া গেছে, এখন আছি একদম বেকায়দার মধ্যে, চিকিৎসা চলে… চললো ভাই এককারে ব্যাথা প্রচুর পরিমাণে”।
তজুমদ্দিন ও বোরহানউদ্দিন থানার তথ্য অনুযায়ী নাজিম উদ্দিনের নামে এখন পর্যন্ত ১০টি মামলা রয়েছে, যার মধ্যে ৩টি খুনের, ২টি আছে হত্যা চেষ্টা মামলা ও বাকিগুলো চুরি, রাহাজানি এবং ডাকাতির।