মোঃ রাসেল হোসেন, কলারোয়া (সাতক্ষীরা): কলারোয়া থানার এক দিক দিয়ে যেমন কলারোয়া আইন শৃঙ্খলা রক্ষা করছেন ঠিক সেইভাবে থানার সৌন্দর্য বৃদ্ধির জন্য কাজ করছে কলারোয়া থানা।সেবা নিতে আশা মানুষদের জন্য তৈরি করা হয়েছে দুইটি আম গাছের নিচে গোল চত্বর তাতে বসানো হয়েছে উন্নত মানের টাইস, সেবার নিতে আসা মানুষের জন্য আগের ভেঙ্গে যাওয়ায় বেঞ্চ নতুন করে তৈরি করে দিয়েছে। সেবার মানের কথা মাথায় রেখে আগের জরাজীর্ণ বৃষ্টির দিনে পানির পারা গোল চত্তরের উপরের টিন পরিবর্তন করে লাগানো হয়েছে উন্নত মানের টিন,বসার জায়গায় নতুন করে টাইস করা হয়েছে ,চার পাশে সৌন্দর্য বদ্ধনের জন্য বসানো হয়েছে নানা কালারের রং এর টপ বিভিন্ন প্রজাতির ফুলের গাছ। থানার সামনে থেকে ভিতর পর্যন্ত বসানো হয়েছে নানা রকমের টপ এবং দৃষ্টিনন্দিত টপের ভিতরে নানা প্রজাতের ফুল ও সৌন্দর্য বর্ধিত কাজ।
যা শ্রী বর্ধিত বাড়িয়েছে থানার।
থানায় সেবা নিতে আশা অনেকেই জানিয়েছেন,সেবার মান উন্নত করার জন্য কলারোয়া ব্যাবস্থা কারা হয়েছে দৃষ্টিনন্দিত বেঞ্চ, গোল চত্বর। আগের থেকে এখন বাসার ব্যবস্থা ও করা হয়েছে আনেক। উন্নত মানের টাইলস ব্যবহার করা হয়েছে আমাদের জন্য বলে জানান সেবা নিতে আসা মানুষেরা।
সেবা নিতে আশা মহিলারা জানান, আমরা আগে আসলে পুরুষদের সাথে বসতে একটু অস্বস্তি বোধ করতাম কিন্তু এখন অনেক বসার জায়গা থাকার কারণে আমরা আলাদা বসতে পারি এর জন্য সাতক্ষীরা জেলা পুলিশ সুপার এবং কলারোয়া থানা ওসি কে ধন্যবাদ জানিয়েছেন তারা।
এএসআই ইসমাইল হোসেন বলেন, সাতক্ষীরা জেলা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান স্যারের নির্দেশনায় কলেরায়া থানা অফিসার ইনচার্জ মুস্তাফিজুর রহমান স্যারের দিকনির্দেশনায় কলারোয়া থানার পরিবেশকে সুন্দর করে তোলার জন্য আমরা কাজ করে যাচ্ছি এবং আইন শৃঙ্খলা পাশাপাশি পরিবেশের আরো কাজ করবেন বলেও তারা জানিয়েছেন।
এএসআই শামসুর জনান,সাতক্ষীরা জেলা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান স্যারের নির্দেশনায় কলেরায়া থানা অফিসার ইনচার্জ মুস্তাফিজুর রহমান স্যারের দিকনির্দেশনায় আমরা চেষ্টা করছি কলারোয়া থানা আইন-শৃঙ্খলা সহ থানার পরিবেশের মান উন্নত করতে কাজ করে যাচ্ছি।এই সৌন্দর্য কলারোয়া থানা মানুষের জন্য বলে তিনি জানান।
এ বিষয়ে কলারোয় থানা অফিসার ইনচার্জ মোহা: মোস্তাফিজুর রহমানের কাছে জানতে চাইলে তিনি সাংবাদিকদের জানান, সাতক্ষীরা জেলা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান পিপিএম স্যারের নির্দেশনায় কলারোয়া থানায় ভালো পরিবেশের জন্য আমরা কাজ করছি। এরমধ্যে দর্শনার্থীরা এসে যেন বসতে পারে তার জন্য থানার পুকুর পাড়ে বসার ব্যাবস্থা করেছি, আগের জরাজীর্ণ গোল চত্তর কে নতুনভাবে সাজানো হয়েছে থানার বাহিরে এবং ভিতরে ফুলগাছ সহ নানা জাতের গাছ লাগানো হয়েছে। অফিসার ইনচার্জ আরো বলেন কলারোয়া থানা ইতোমধ্যেই মাদক চোরাচরন কারবারিদের দমন করে সাতক্ষীরা জেলা একটি সুনাম অর্জন করছে।সেবার মান উন্নত করতে পুলিশ সদস্যদের মনকে উজ্জীবিত রাখতে এবং দর্শনার্থীদের দৃষ্টিনন্দিত রাখতেই থানার এমন উদ্যোগ বলে তিনি জানিয়েছেন।