মোঃ রাসেল হোসেন,বিশেষ প্রতিনিধি: বিএনপির ডাকা ৪৮ ঘন্টা অবরোধ কর্মসূচির বিরুদ্ধে কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফিরোজ আহাম্মেদ স্বপনের বিশাল মিছিল।
রবিবার বিকাল ৫ টায় উপজেলা আওয়ামী লীগের অফিস থেকে মিছিলটি বের হয়ে শহরে গুরুত্বপূর্ণ রাস্তা মোড় প্রদর্শনী শেষে উপজেলায় এসে শেষ হয়।
বিএনপির ডাকা ৪৮ ঘন্টা অবরোধ বিক্ষোভ মিছিলে কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফিরোজ আহাম্মেদ স্বপন বলেন, বাংলাদেশ জনগণের সাথে বিএনপির সম্পর্ক নাই সাতক্ষীরার কলারোয়ায় আওয়ামী লীগের আয়োজনে অবরোধ কর্মসূচি বিরুদ্ধে মিছিলে এই কথা বলেন।
বাংলাদেশ উন্নয়ন দেখে জামায়াত, বিএনপির নেতারা বিচলিত হয়ে পরেছে। তাই বিএনপি আর নির্বাচনে আসতে চাই না। বিএনপি কে ফ্রী নির্বাচন দিলেও তারা নির্বাচনে যাওয়ার সাহস নেই।বাংলাদেশের জনগণ আজ বিএনপির সাথে নেই বলে উল্লেখ করে ফিরোজ আহাম্মেদ স্বপন বলেন, এই সব হরতাল বাদ দিয়ে নির্বাচনে আসার আহবান করেন এই নেতা।
এসময় উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা,কলারোয়া পৌর সভার মেয়র মাস্টার মনিরুলজ্জান বুলবুল, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক চেয়ারম্যান বেনজির হোসেন হেলান, সাবেক চেয়ারম্যান মনিরুল ইসলাম মনির, আসলাম হোসেন,মাস্টার নূরুল ইসলাম, কয়লা ইউনিয়নের চেয়ারম্যান শেখ সোহেল রানা, জানালা বাদ চেয়ারম্যান নিশান, হেলাতলা ইউনিয়ন সবেক সভাপতি মাজেদ বিশ্বাস, শফিকুল ইসলাম, সহ ১২ টি ইউনিয়ন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।