মোঃ রাসেল হোসেন,কলারোয়া (সাতক্ষীরা): সাতক্ষীরার কলারোয়ায় পাঁচ পিস স্বর্ণের বার সহ এক চোরাকারবারিকে আটক করেছে পুলিশ।
শনিবার (২৮ অক্টোবর) বিকাল ৫টার দিকে কলারোয়া উপজেলার কেরালকাতা ইউনিয়নের নাকিলা গ্রাম থেকে চোরাকারবারি আতিয়ার রহমান (৩২) কে আটক করা হয়। আটককৃত আতিয়ার রহমান যশোর জেলার শার্শা উপজেলার দাউদখালী গ্রামের শেখ সিরাজুল ইসলামের ছেলে।
জিজ্ঞাসাবাদে এক পর্যায়ে তার মানিব্যাগের মধ্যে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা স্বর্ণের বার উদ্ধার করে পুলিশ, কলারোয়া থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান বলেন, মাদক ব্যবসায়ী সন্দেহে যুবক আতিয়ার কে আটক করে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে তল্লাশি করে স্বর্ণের বার উদ্ধার করে। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক মূল্য ৫০ লক্ষ টাকা।