মোঃ রাসেল হোসেন, বিশেষ প্রতিনিধি: কলারোয়ায় ৫দিন ধরে আক্তারুজ্জামান সাদ্দাম নামের এক ছেলে নিখোজ হয়েছে। এই ছেলের সন্ধান দাবী করে তার মা মনজুয়ারা খাতুন কলারোয়া থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন।
জানা গেছে-আক্তারুজ্জামান সাদ্দাম নামের ২৮ বছরের এই ছেলেটি (১৬ অক্টোবর) তারিখ সকাল থেকে কাউকে কিছু না বলে বাড়ি থেকে চলে যায়। নিখোজ হওয়ায় ছেলেটি কলারোয়া উপজেলা পৌর সদরের তুলসীডাঙ্গা গ্রামের মোঃ আফসার আলী ও মনজুয়ারা খাতুনের ছেলে। সে দীর্ঘ দিন ধরে মাথার সমস্যায় ভুগছিলেন।
খুলনা মেডিকেলে নিয়মিত ভাবে চিকিৎসাও চলছিলো সে। ঘটনার দিন রাতে বাড়ীতে ফিরে না আসায় আতœীয় স্বজনদের বাসাবাড়িসহ বিভিন্ন জায়গায়ও খুঁজে তার কোন সন্ধান পাওয়া যায়নি। তাই এই ছেলেটির কোন খোঁজ পেলে দয়া করে নিচের নাম্বারে ০১৭৪৩৯২৮৩১০ যোগাযোগ অথবা নিকটস্থ থানা পুলিশকে অবহিত করার জন্য অনুরোধ করা হয়েছে।
এ বিষয়ে সন্ধান দাবী করে তার মা মনজুয়ারা খাতুন কলারোয়া থানায় গত (২০ অক্টোবর) সকালে একটি সাধারণ ডায়েরী করেছেন। যার ডায়েরী নং-১০৮২। কলারোয়া থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান বলেন-ছেলেটির নিখোজ হওয়ার বিষয়ে ইতি মধ্যে পুলিশ সন্ধানী অভিযান শুরু করেছে।