মোঃ রাসেল হোসেন, কলারোয়া (সাতক্ষীরা)।। শেখ রাসেল দীপ্তময় নির্ভীক নির্মল দূর্জয়' -এ প্রতিপাদ্যে সাতক্ষীরার কলারোয়ায় শেখ রাসেল দিবস পালিত হয়েছে।বুধবার (১৮ অক্টোবর) সকালে উপজেলা অডিটোরিয়ামে দিবসটি পালিত হয়। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ বিভাগের সহযোগিতায় এবং উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কৃষ্ণা রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলিমুর রহমান, উপজলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত উল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, কলারোয়া থানার সেকেন্ড অফিসার এসআই নুর ইসলামসহ বিভিন্ন দপ্তরের প্রধান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
আলোচনা অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরান তেলওয়াত করেন উপজেলা মসজিদের পেশ ইমাম মাওলানা হাবিবুর রহমান। গীতাপাঠ করেন শিলা রানী হালদার।
অনুষ্ঠান সঞ্চালনা করেন কৃষি অফিসের কর্মকর্তা জিয়াউল হক।এর আগে কলারোয়া উপজেলা পরিষদে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ রাসেলের প্রতিকৃতিতে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
আলোচনা সভার শেষে শিশু শেখ রাসেল দিবস উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতার প্রতিযোগিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।