মোঃ রাসেল হোসেন , বিশেষ প্রতিনিধি: সাতক্ষীরা কলারোয়ায় উপজেলা আওয়ামীলীগের আয়োজনে শান্তি উন্নয়ন ও নৌকা প্রতীকে বিজয়ের লক্ষে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ অক্টোবর) বিকালে পৌরসদরের সরকারি পাইলট হাইস্কুল মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা আ.লীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান, আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকা প্রতীক প্রত্যাশি ফিরোজ আহম্মেদ স্বপন। এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিভিন্ন ইউনিয়নের ইউপি চেয়ারম্যান গন ও উপজেলা পর্যায়ে বিভিন্ন নেতার কর্মীরা বক্তারা বলেন বিরোধী দল বিএনপি ও জামায়াতের নৈরাজ্য ও বিশৃঙ্খলার প্রতিবাদ জানিয়ে দলীয় কর্মীদের শান্তি বজায় রাখতে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান। আরো বলেন, দেশের উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকা প্রতীককে বিজয়ী করে দেশ নেত্রী গনতন্ত্রের মানসকন্যা জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সকল ভেদাভেদ ভুলে নির্বাচনে একসাথে কাজ করার আহবান করেন। সমাবেশে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ,যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগসহ অসংখ্য সমর্থক ব্যক্তিবগ প্রমুখ।