মোঃ রাসেল হোসেন, বিশেষ প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া উপজেলায় সনাতন ধর্মালম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে কলারোয়া উপজেলার বিভিন্ন এলাকায় চলছে ব্যাপক আয়োজন। আর এই আয়োজন উপভোগ করতে পূজা মন্ডপ পরিদর্শন করলেন সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সদস্য ও কলারোয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব আমিনুল ইসলাম লাল্টু ।এ বছর উপজেলার ১২ ইউনিয়ন ও একটি পৌর সভায় ৪৮ মন্ডপে শারদীয় দূর্গা পূজার আয়োজন করা হয়েছে।
রবিবার (২২ অক্টোবর) বিকাল থেকে লাঙ্গলঝাড়া, কেড়াগাছি, সোনাবাড়িয়া ও চন্দনপুর ইউনিয়নে পূজা মন্ডপ পরিদর্শন ও বিভিন্ন সহযোগিতার ফলে সকল পূজারী কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
এ সময় উপস্থিত ছিলেন ৫ নং কেঁড়াগাছি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ভূট্টোলাল গাইন, কেড়াগাছি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মারুফ হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি শামিমুজ্জামান টিপু, সোনাবাড়িয়া ইউনিয়ন যুবলীগের আতাউর রহমান সহ আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।