মোঃ রাসেল হোসেন, বিশেষ প্রতিনিধিঃ সাতক্ষীরার কলারোয়ায় বাশ কাটা নিয়ে সংঘর্ষ। কৃষক রুহুল কুদ্দুস (৪৫) কে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে-শুক্রবার (২০ অক্টোবর) সকাল ৯টার দিকে উপজেলার হেলাতলা ইউনিয়নের দিগং গ্রামে। আহত কৃষক রুহুল কুদ্দুস জানান -সকালে তার ঝাড়ের বাশ কাটা নিয়ে একই গ্রামের ছহিল উদ্দীনের ছেলে মিজানুর রহমানের সাথে ঝগড়া হয়। পরে তা আবার মিটে যায়।
সকাল ১০টার দিকে তিনি তার ঝাড়ের কাটা বাশ গুলো আনতে গেলে মিজানুর রহমান ধারালো দা নিয়ে ছুটে এসে এলোপাতাড়ী ভাবে কুপাতে থাকে। হাত দিয়ে ঠেকাতে গেলে দুই হাত কেটে যায়। মারাক্তক আহত অবস্হায় এলাকাবাসী তাকে উদ্ধার করে কলারোয়া সরকারী হাসপাতালে নিয়ে ভর্তি করেন। খবর পেয়ে থানা পুলিশ ঘটনা স্হান পরিদর্শন করেন।
এঘটনায় ন্যায় বিচারের দাবীতে আহত কৃষক রুহুল কুদ্দুস বাদী হয়ে কলারোয়া থানায় একটি অভিযোগ দিয়েছেন।