মোঃ রাসেল হোসেন , বিশেষ প্রতিনিধিঃ কলারোয়ায় প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি পূনর্বাসন ও বাস্তবায়ন কমিটির ব্যবস্থাপনায় রবি- ২৩-২৪ মৌসুমে গম, ভুট্টা, সরিষা, খেসারী ও সূর্যমুখি ফসলের উতপাদন বৃদ্ধি লক্ষ্যে প্রান্তীক কৃষক-কৃষানীদের মাঝে কৃষি প্রনোদনা হিসাবে ওই বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়।
রবিবার(২৯ অক্টোবর) সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়নে বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আমিনুল ইসলাম লাল্টু। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কৃষ্ণা রায়ের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শুভ্রাংশু শেখর দাশ। অন্যান্যদের মধ্যে অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহা: মোস্তাফিজুর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহানাজ নাজনিন খুকু, কৃষি সম্প্রসারন কর্মকর্তা খান মো: আবরারুর রহমান, বিআরডিবি কর্মকর্তা জি,এম সোহেল’ উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক আলিমুর রহমান, ইউপি চেয়ারম্যান রবিউল হাসান সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা ও উপকারভোগী কৃষক-কৃষাণীবৃন্দ। অনুষ্ঠানটি পরিচালনা করেন, উপজেলা সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জিয়াউল হক জিয়া। সভা শেষে বিভিন্ন ইউনিয়নের তালিকাভূক্ত ৪ হাজার ৫৭০ জন প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের মধ্যে উদ্বোধনী দিনে ১০০ শত জন কৃষক পরিবারের মাঝে প্রতি বিঘার জন্য ১ কেজি বীজ, ১০ কেজি ডিএপি (ডাই এ্যামোনিয়াম ফসফেট) ও ১০ কেজি এমওপি (মিউরেট অব পটাশ) সার বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি অফিসার শুভ্রাংশু শেখর দাশ জানান, পর্যায়ক্রমে তালিকাভূক্ত অনুপস্থিত কৃষকদের মাঝে সরকারি বরাদ্দকৃত ওই কৃষি উপকরণ বিতরণ করা হবে।