মোঃ রাসেল হোসেন,বিশেষ প্রতিনিধি: কলারোয়ায় গভীর রাতে মাঠ থেকে। সেচ বাম্পের লক্ষাধিক টাকার মালামাল চুরি হয়েছে। রবিবার (২২ অক্টোবর ২০২৩) রাতে উপজেলার কোমপুর ও নাথপুরের মাঠ থেকে এসব মালামাল চুরির ঘটনা ঘটে।
জানা যায়, আবু তাহের নামের এক কৃষক সোমবার ভোরেবলা মাঠে কাজের উদ্দেশ্য গেলে তিনি প্রথম বিষয়টি দেখতে পেয়ে সেচ পাম্প মালিককে ফোন করে বিষয়টি। জানান। ঘটনা স্থলে গিয়ে দেখা যায়, তালা ভেঙ্গে সেচ পাম্পের ওয়্যারিং বোর্ড ভেঙ্গে সুইচ বোর্ড, স্টার্টার সহ প্রয়োজনীয় মালামাল চুরি করে নিয়ে গেছে। সেচ পাম্প মালিক মোঃ আবুল কাশেম জানান, তার প্রায় ষাট হাজার টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে।
অপরদিকে, একই মাঠ থেকে একই রাতে আরও একটি সেচ পাম্প চুরির ঘটনা ঘটেছে। সেখানে একইভাবে তালা ও দরজা কেটে প্রায় ৭০ হাজার টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে বলে জানান সেচ পাম্প মালিক মোঃ জাকের আলী।
উল্লেখ্য, চুরি হওয়া দুই সেচ পাম্পের আওতায় প্রায় ১৬০ বিঘার মতো জমির ধান রয়েছে।