রাশিদুল হাসান জিহাদঃ আজ সকাল আনুমানিক ৯টার দিকে ময়মনসিংহ টাঙ্গাইল মহাসড়কের মনতলা ব্রিজ (সুতিয়া নদীর পাড়ে) এক অজ্ঞাত যুবকের (আনুমানিক ৩০/৩৫) কাটা লাশ উদ্ধার করে ময়মনসিংহ জেলা পুলিশ। ধারণা করা হচ্ছে, গতরাত আনুমানিক ৪টার পর দুর্বৃত্তরা যুবকের খণ্ডিত লাশ উক্ত স্থানে ফেলে রেখে যেতে পারে। সরেজমিন তদন্ত, লাশের সাথে থাকা বিভিন্ন আলামত ও পুলিশ সূত্রে পরকীয়া প্রেমের কারণে এই লোমহর্ষক হত্যাকান্ড ঘটতে পারে বলে ধারনা করা হচ্ছে। রাত পোহালেই স্থানীয় উৎসুক জনতা, সামাজিক যোগাযোগ মাধ্যম ও পুলিশের বিশেষ সূত্রে বিষয়টি জানাজানি হলে পুলিশের বিভিন্ন ইউনিট সমন্বয়ে একটি চৌকস টিম ঘটনাস্থলে পৌছান ও যুবকের খণ্ডিত লাশ, লাশ বহনকারী ব্রিফকেসসহ বিভিন্ন চাঞ্চল্যকর আলামত উদ্ধার করেন। এ ব্যাপারে জানতে চাইলে ময়মনসিংহ জেলা পুলিশের এএসপি (সদর সার্কেল) শাহীনুর আলম ফকির জানান, খবর শোনার পরপরই আমরা ঘটনাস্থলে পৌছে ভিকটিম এরিয়া পরিদর্শন করি এবং নিহত যুবকের লাশসহ বিভিন্ন আলামত উদ্ধার করি। তিনি আরো বলেন, ইতিমধ্যে পিবিআই, ডিবি, ডিএসবিসহ ফরেনসিক বিভাগের ক্রাইমসিন ইউনিট মাঠে কাজ শুরু করেছে। আমরা আশা করছি খুব শীঘ্রই এই লোমহর্ষক হত্যাকাণ্ডের মাস্টার মাইন্ডসহ পুরো চক্রকে গ্রেফতার করতে সক্ষম হবো। এ ব্যাপারে আমাদের যা যা করা দরকার আমরা তাই করবো। এসময় এসপি (ডিএসবি) ফাল্গুনী নন্দী, ওসি (ডিবি) ফারুক হোসেন, ওসি (মুক্তাগাছা থানা) ফারুক আহাম্মদ, পুলিশের বিভিন্ন ইউনিট প্রধানসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ লাশ শনাক্ত বা হত্যাকাণ্ডে জড়িত কাউকে গ্রেফতার করতে সক্ষম হয় নি।
হাইওয়ে রোডের পাশে কার্যকরী ল্যাম্পপোস্ট ও উচ্চ ক্ষমতা সম্পন্ন সিসিটিভি স্থাপন করলে খুন, রাহাজানি, চুরি, ডাকাতিসহ সামাজিক ও রাষ্ট্রীয় অপরাধ লাঘব করা সহজ হতো বলে আমজনতার অভিমত।