সাহাবুউদ্দিন চট্টগ্রাম
কর্ণফুলী নদীতে নিখোঁজ জেলে’র মরদেহ উদ্ধার …
চট্টগ্রাম: রাঙ্গুনিয়ায় কর্ণফুলী নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ থাকার দুইদিন পর জেলে জগদীশ (৬৪) এর মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা।
শুক্রবার (১৯ মে) সকাল ৮টার দিকে উপজেলার ৭ নম্বর বেতাগী ইউনিনের সিকদার পাড়া নদীর ঘাট থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
জানা গেছে, শুক্রবার সকালে স্থানীয় এক ব্যক্তি নদীতে গোসল করতে গেলে নদীর পাড়ে জগদীশের মরদেহ দেখতে পান। পরে এলাকার লোকজন গিয়ে মরদেহটি উদ্ধার করে।
জগদীশের আত্মীয় নান্টু দাস বলেন, স্থানীয়রা নদীর পাড়ে মরদেহ দেখতে পেয়ে আমাদের খবর দেয়। পরে আমরা গিয়ে স্থানীয়দের সহায়তায় মরদেহ উদ্ধার করি।
এর আগে বুধবার (১৭ মে) দুপুর ১টার দিকে কাউখালী হযরত কাঙ্গালী শাহ্ মাজারের পাশে নদীতে মাছ ধরতে গিয়ে জাল ফেলার সময় নৌকা থেকে ছিটকে পড়ে নিখোঁজ হন জগদীশ।