কয়েক দফায় দাম কমার পর এক লাফে ১৪১ টাকা বাড়ল এল পি জির গ্যাসের দাম
মোঃ মিন্টু শেখ গোপালগঞ্জ প্রতিনিধি
কয়েক দফায় দাম কমার পর এবার এক লাফে বাড়ল তরলীকৃত পেট্রোলিয়াম এলপিজি গ্যাসের দাম। আগষ্ট মাসে ভোক্তা পর্যায়ে ১২ কেজি সিলিন্ডারের দাম ১৪১ টাকা বাড়িয়ে ১ হাজার ১৪০ টাকা নির্ধারণ করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বি ই আরসি) যা এত দিন বিক্রি হয়ে আসছিল ৯৯৯ টাকায়। আজ ০২ আগষ্ট বুধবার বিকালে (বি ই আরসি) কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নতুন এই দাম ঘোষণা করা হয়।