কবি লেখক ও সম্পাদক এ এস এম সাদেকুল ইসলাম রচিত
"হামদে এলাহী "
আল্লাহ আমার মালিক খালিক -রফিক রাব্বানা
তোমার নামেই তারিফ জারী
তোমার তরে শোকর করি
তোমার শা'নে পড়ি হামদ্ ও সানা ||
তোমার ছবি যেনো ভাসে ফুল পাতারা তাইত হাসে
সৃষ্টি মাঝে পাই যে খোঁজে
তোমায় পাবার কাছে যাবার করি -- সাধনা
সৃষ্টি কুলের শ্রেষ্ঠ মানুষ দিলে ঘোষণা ||
আল্লাহ্ তুমি দয়ার সাগর, করুণার আধার
তোমার দয়ার নিওয়াজ মোরা -সৃজনও মাজার
সকল চাওয়া তোমার কাছে
সকল পাওয়া তোমার কাছে
আমার আকুল আরাধনা ||