কবিতা
রঙ-তুলি
বিশেষ প্রতিনিধি
রং তুলি লেখক
সবুজ কুমার দাশ
সহকারী শিক্ষক, আট্টাকা কেরামত আলী পাইলট মাধ্যমিক বিদ্যালয়
শিল্পীর রঙ-তুলি
আঁকি-বুকি ছবিতে,
কত স্মৃতি মনে গাঁথা –
নিস্প্রাণ কাগজের পাতাতে।
সমাজের কত কথা,
কত সুখ, কত ব্যাথা,
সব-ই রঙে মাখামাখি
নির্বাক ছবিতে।
শিল্পীর সুনিপুণ আঁচড়ের যাদুতে,
প্রাণহীন কত দাগ-
পেল প্রাণ, ভরে দিল জনমন
অনন্ত আশাতে।
যত খ্যাতি, যত যশ-
শিল্পীর শিল্পে,
শিল্পীকে ভুলে যায়
পড়ে থাকে রঙ-তুলি গল্পে।