কবিতা “যেতে চাইলে যাও ”
মোসাম্মৎ হাফিজা খাতুন
শীতের শেষে ঝরা পাতার দেশে,
বসন্তের কোকিল হয়ে তুমি এলে,
গানে গানে মুগ্ধ করে
নতুন পাতা ও ফুলেদের জাগালে।
চৈত্রের দহনে যখন এ হৃদয়
ফেটে হয় চৌচির ”
স্নেহের পরশ বিলাতে থাক
হালকা বাতাস ঝিরিঝির।।
বৈশাখের দাবানলে রুদ্ধ যখন শ্বাস,
পূর্ব কোনে কালো মেঘে
দেখাও জীবনের আশ্বাস।
বুঝিনি সে মেঘ নয়তো স্বস্তির,
নয়তো শীতল বৃষ্টির!
সে মেঘ যে ছিলো
কালবৈশাখীর পূর্বাভাস।।
ঝোড়ো হাওয়ায় ভাংবে ডাল,
ঝরবে পাতা
জীবনের করবে সর্বনাশ।।
বুঝেছি তুমি বিচিত্র বন্ধু,
বৈচিত্র্য বদলাও।।
যেতে চাইলে যাও!
পরিস্থিতি তো কেবল অযুহাত মাত্র,
যদি ইচ্ছে হয়,
স্রোতের বিপরীতে ও
সাতার কাটা যায়।
ছেড়া পালে ভাঙা নাও্
তীর হীন নদীতে
এ্যাকেলা বেয়ে যায়,
হোক না যতোই দূর্গম সে পথের যাত্রা,
তবু তুমিতো ভালো থেকো বন্ধু
তোমাকে জানায় শুভ বিদায় “”””””” H