কবিতা = ফিরে - ফিরে আসে।
লেখক সাংবাদিক অতনু চৌধুরী (রাজু)
...................★★.......................
মোঃ হাফিজুর রহমান::
বাবু এখন যায়না মোটেও, মাঝে মাঝেই আসে
আমজনতা প্যাচাল পাড়ে হাত -মেলে ঘাসে।
বছর কতোক ভালোই ছিলো ঘরজামাইয়ের মতো
চলতি মাসে দেখিয়ে দিলো মনের শতক ক্ষত।
কোর্টকাছারি অফিস ভবন কিম্বা গলির মোড়ে
বাবু এখন ভাব ধরেছে আফিম খাওয়া ঘোরে।
সারাদিনই খিস্তিখেউড় আমজনতার মুখে
এসব দেখে বাবুর এখন রক্তক্ষরণ বুকে!
চায়না বাবু হারিয়ে যেতে গহীন বনবাসে
যায়না বাবু তা-ই তো এখন ফিরে ফিরে আসে।
...............★★..............
সাংবাদিক অতনু চৌধুরী (রাজু)
পেশাদার সংবাদ কর্মী।
মোংলা - বাগেরহাট।
মোবাইল নম্বরঃ০১৯৪৯৬৫৩৬৪৩।
রচনাকাল: ৮'ই জুন ২০২৩।
সময়: রাত ৯'টা ১৫'মিনিট।।