1. holyjannattv@gmail.com : rajib :
  2. admin@amarsangbadpratidin.com : admin :
  3. writers@amarsangbadpratidin.com : Writers :
শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ১১:৪৬ পূর্বাহ্ন

কবিতাঃ তুমি কি জানো,

Reporter Name
  • Update Time : সোমবার, ১৪ আগস্ট, ২০২৩
  • ১৯১ Time View

তুমি কি জানো,আমার এই মনে যে ৩৬৫দিন বর্ষা নামে,
আমি যে একলা ভিজে যায় তোমার জন্য ।
এই শ্রাবনে মন যে চাতুই পাখির মতো ওদাসীন হয় ,হৃদয়ের ক্যানভাসে ঘূর্ণিঝড় শুরু হয় ,
তুমি বিহীন এই আমি যেন ধূ -ধূ চৈত্রমাসের খরার মতো ,তুমি আসলে আমার সব শূন্যতারা বিদায় হয়ে পূর্ণতার ছোঁয়া পায় । জানো, এই যে সবসময় বৃষ্টি হয় তুমি থাকলে হয়তো ,তোমার ভালোবাসায় মিলেমিশে একাকার হতে পারতাম! তুমি নাই কিচ্ছু নাই সব শূন্য ,নিঃসঙ্গতার দহনে জ্বলে পুড়ে ছাই হয়ে যায় !
বর্ষার মাসেই মন জুড়ে শুধু মেঘ আর বৃষ্টি ,
তোমাকে ঘিরে এতো এতো ভালোবাসা বেড়ে যায় আহ কি সুন্দর অনুভূতি তাই না বলো?
এই যে রোজ বৃষ্টি আসে ভিজতে ইচ্ছে করে
দুজনে ভিজবো ভেবে কল্পনার আকাশে হারিয়ে যায় ,
আচ্ছা,সত্যি কি তুমি আসবে চুপি চুপি ?

এই হৃদয় যে ভরে গেছে অনেক বৃষ্টির জলে ,
তুমি আসলেই পূর্ণ হবে ,বিশাল এই প্রেমের সূচনা প্রিয়!
সব আসে শুধু তুমি আসো না
তুমি কি আধো আসবে?🤔🥀

_____ মিষ্টি জুঁই ❤️

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© Amarsangbadpratidin.com
Theme Customized BY Kh Raad (FriliX Group)