কনস্টেবল এর অবসর জনিত বিধায় সংবর্ধনা অনুষ্ঠিত।
মোঃ সাইয়েদুজ্জামান, ময়মনসিংহ।।
ময়মনসিংহ জেলার সুযোগ্য পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মহোদয়ের সার্বিক দিক নির্দেশনা মোতাবেক অদ্য ইং ০১-০৮-২০২৩ তারিখ মুক্তাগাছা থানার কনস্টেবল মোঃ হোসাইন আকন্দ এর অবসর জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বিদায়ী অতিথি কনস্টেবল মোঃ হোসাইন আকন্দ গত ইং ১০/০৩/১৯৯৬ তারিখে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। তাহার নিজবাড়ী টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলায়। বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বিদায়ী অতিথিকে বিদায়ী উপহার তুলে দেন মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ আব্দুল মজিদ, পুলিশ পরিদর্শক(তদন্ত) জনাব মোঃ চাঁদ মিয়া এবং থানার অন্যান্য অফিসার ও ফোর্স। এছাড়া বিদায়ী অতিথিকে ফুলেল সজ্জিত গাড়ীতে করে তাহার নিজ বাড়ীতে পৌছিয়ে দেওয়া হয়। বিদায় উপলক্ষে থানার অফিসার ও ফোর্সের মধ্যে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়। বিদায়ী অতিথি ময়মনসিংহ জেলার সুযোগ্য পুলিশ সুপার মহোদয় সহ মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ সহ অন্যান্য অফিসার ও ফোর্সদের আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।