নুরুল আলম মোজাহিদ কক্সবাজার
কক্সবাজারে ডিসি সাহেবের বলীখেলা
কক্সবাজারে ঐতিহ্যবাহী ডিসি সাহেবের বলী খেলা ও বৈশাখী মেলা শুরু হয়েছে। আজ শুক্রবার শহরের বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে ৬৮ তম এ আসরের উদ্বোধন করেন সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল।
দুই দিনব্যাপী বলীখেলায় তিন শতাধিক বলী (কুস্তিবিদ) অংশগ্রহণ করছে বলে জানান অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিভীষণ কান্তি দাশ। মেলায় নাগরদোলা, হস্ত, কুটির ও তাঁত শিল্পসহ নানা পণ্যের স্টল স্থান পেয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে কক্সবাজার জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান, জেলা আওয়ামী লীগের সভাপতি ফরিদুল ইসলাম চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জাহিদ ইকবাল প্রমুখ উপস্থিত ছিলেন।