একটি হারানো বিজ্ঞপ্তি
গত মঙ্গলবার (৬ নভেম্বর ) সকাল ৯ টার দিকে মোঃ রিপন সরদার নামে একজন ছেলে -টাটি পাড়া গ্রাম থেকে হারিয়ে যায়।
হারানো ব্যক্তি একজন মানসিক ভারসাম্যহীন রোগী
সে পাবনা জেলার চরতারাপুর ইউনিয়নের মধ্যে টাটি পাড়া গ্রামের মোঃ আলহাজ্ব সরদার
ছেলে ।
তার গায়ের রং-কালো, উচ্চতা প্রায় ৫ ফুট ১ ইঞ্চি। বাড়ি থেকে বের হওয়ার সময় তাহার পড়নে ছিলো, জিন্স বেগুনী কালারের প্যান্ট, গায়ে ছিলো ফুল হাতা সাদা সার্ট। ছেলেটি বয়স (২০) লাটির সাহায্য ছাড়া সে হাঁটতে ও চলতে পারে না। পায়ে আঘাতের চিহ্ন আছে।এ বিষয়ে পাবনা সদর থানায় জিডি দায়ের করা হয়েছে।তাহার জিডি নম্বর :৪২৫
নিখোঁজ রিপন সরদারের মা সালমা খাতুন জানান, তার ছেলের মানসিক ভারসাম্যহীন। মঙ্গলবার সকালে
তাহার নিজ বাড়ি থেকে একটি আটো চ্যার্জার ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফেরেননি, পর্বতীতে অনেক জায়গায় খোঁজাখোঁজি করা হয়েছে। এখন পর্যন্ত তাহার কোন সন্ধান পাইনি। যদি কোন হৃদয়বান ব্যক্তি আমার ছেলের সন্ধান পান তাহলে নিচের ঠিকানায় যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।
যোগাযোগের ঠিকানা:
গ্রামঃ মধ্যে টাটি পাড়া
উপিঃ চরতারাপুড়
ডাকঘরঃ দুবলিয়া
উপজেলা : পাবনা সদর
জেলা :পাবনা।
মোবাইল নাম্বার
০১৯৪৪১৬৩০৬৫
০১৭৫৩৪৭৩৪১৮