আরিফ খান জয় বিশেষ প্রতিনিধি:
প্রত্যেক মানুষের একটি স্বপ্ন থাকে, স্বপ্নের পথে পা বাড়ালেই একের পর এক আসতে থাকে প্রতিবন্ধকতা। যে ব্যক্তি এসব প্রতিবন্ধকতা ডিঙিয়ে এগিয়ে যাবেন তিনিই হবেন কর্মজীবনে সফল । আজ এমন একজন সমাজ সেবককে নিয়ে কথা বলবো। যিনি অনেক বাধা ও প্রতিবন্ধকতা ডিঙিয়ে একজন সফল ব্যক্তি (মানবতার ফেরিওয়ালা) হিসেবে পরিচিতি পেয়েছেন।
সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে নিরন্তর কাজ করে যাচ্ছেন। তিনি, তাঁর পরিশ্রম, সাহস, ইচ্ছাশক্তি, একাগ্রতা আর প্রতিভার সমন্বয়ে সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নের জন্য,নিজের অবস্থান থেকে সার্বক্ষণিক কাজ করে যাচ্ছেন। যে স্বপ্ন রয়েছে সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য, অক্লান্ত পরিশ্রম করেছেন, তিনি হলেন সাদুল্লাহপুর ইউনিয়ন পরিষদের ৫ নং ওয়ার্ডের সফল মেম্বার দাসপাড়া চরপাড়া, এলাকার বাসিন্দা আব্দুল আলিম মোল্লা।
দানবীর ও সমাজসেবক ও (মানবতার ফেরিওয়ালা) হিসেবে। সকলের সহযোগিতা এবং সহযোগিতার আশাও ব্যক্ত করে চলেছেন। মেম্বার ও সমাজ সেবক ও ভালো মনের মানুষ হিসেবে তিনি তার গ্রাম সাদুল্লাহপুর ইউনিয়নের দাসপাড়া চরপাড়া সর্বত্র সম্মানিত হয়েছেন। তারুণ্যের প্রতীক এ ব্যক্তি তাঁর বয়স ও অভিজ্ঞতা দুটিকেই হার মানিয়েছেন। এসকল সফল মানুষের পেছনে আছে কিছু গল্প, তা অনেকটা রূপকথার মতো। আর সে সব গল্প থেকে মানুষ খুঁজে নেয় স্বপ্ন দেখার সম্বল, এগিয়ে যাওয়ার জন্য নতুন প্রেরণা।দায়িত্ব নেওয়ার পর থেকেই উল্লেখযোগ্য উন্নয়নে অগ্রণী ভূমিকা রেখে সাধারণ মানুষের আস্থা অর্জনে সক্ষম হয়েছেন। এলাকার হতদরিদ্র মানুষের উন্নয়নে তাঁর নিরন্তর প্রয়াস সব মহলেই প্রশংসা কুঁড়িয়েছে। যেমন মসজিদ মাদ্রাসা, রাস্তা ঘাট ও সামাজিক উন্নয়নমুলক, বিশেষ করে গরীব মেহনতি ও অসহায় মানুষের চিকিৎসার,বিভিন্ন মোড়,বাজার ও মাঠে টিউবওয়েল স্থাপনকরায়,তিনি তার এলাকায় দানবীয় ও সমাজসেবক হিসেবে পরিচিতি পেয়েছেন।চরপাড়া এলাকার জহির উদ্দিন বলেন,
আমার বাড়িতে আগুন লেগে ঘরবাড়ি পুড়ে গিয়েছিলো আব্দুল আলিম মোল্লা আমার বাড়িতে এসে আমাকে নগদ ২০ হাজার হাজার টাকা দিয়ে সাহায্য করেন।তিনি আরো বলেন,দাসপাড়া,চরপাড়া এলাকায় অনেক জনকে তিনি নগদ অর্থ দান করেছেন। এ পর্যন্ত ২৫-৩০টি টিউবল নিজ অর্থায়নে দিয়েছেন।বিভিন্ন প্রকল্পের বাস্তবায়নে দায়িত্বশীলতার পরিচয় দিয়ে এলাকায় নিজের ভাবমুর্তি উজ্জ্বল করেছেন। গরীব মেহনতি ও অসহায় জনগোষ্টির উন্নয়নে বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়ন করেছেন।প্রতিবেদকের এক প্রশ্নের জবাবে তিনি বলেন আমি গরিব সম্পদশালী নয়, তারপরেও আমার নিজ অবস্থান থেকে আমি সবাইকে সহযোগিতা করতে চাই। এটা আমার নেশা কাউকে সহযোগিতা করতে না পারলে আমার নিজের খুব খারাপ লাগে। কোন প্রতিদান পাওয়ার জন্য নয়।এভাবে সকলের পাশে থাকতে চাই।