মোঃ রাশিদুল হাসান জিহাদঃ চলতি বছরের এইচএসসি পরীক্ষা ৩০শে জুন থেকে শুরু হয়ে ১১ই আগস্টে লিখিত পরীক্ষা এবং ব্যবহারিক পরীক্ষা ১২ই আগস্ট থেকে ২১শে আগস্টের মধ্যে শেষ হওয়ার কথা থাকলেও কোটা বিরোধী ছাত্র আন্দোলনের কারণে ৯ জুলাই এরপর থেকে আর কোন পরীক্ষা হয় নি। যার ফলশ্রুতিতে এইবারের এইচএসসি পরীক্ষা হয় মাত্র পাঁচটি এবং বাতিল পরীক্ষাগুলোর নম্বর নির্ধারণ করা হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলের ভিত্তিতে (বিষয় ম্যাপিং করে)।
গত ১৫ই অক্টোবর বেলা ১১টায় এইচএসসি'২৪ এর ফল প্রকাশ করা হয়। ময়মনসিংহ বোর্ডের রেজাল্টের দিকে লক্ষ্য করলে দেখা যায় সবচেয়ে নিম্নমানের রেজাল্ট হয়েছে এই বোর্ডের। যেখানে পাসের হার ৬৩ দশমিক ২২ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছেন ৪ হাজার ৮২৬ জন পরীক্ষার্থী। গতবছরের তুলনায় এবার ময়মনসিংহ বোর্ডে পাসের হার ও জিপিএ- ৫ কমেছে।
বোর্ড জানিয়েছে, ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধীনে এবারের পরীক্ষায় মোট ৭৭ হাজার ৬২১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। এর মাঝে ৪৯ হাজার ৬৯ জন উত্তীর্ণ হয়। এর মধ্যে ছেলেরা জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ১০৯ জন এবং মেয়েরা পেয়েছে ২ হাজার ৭১৭ জন।
ময়মনসিংহ বোর্ডের একটি উপজেলা মুক্তাগাছায় কলেজ রাখার ফলাফলের দিকে লক্ষ্য করলে দেখা যায়, শহীদ স্মৃতি সরকারি কলেজে মোট পরীক্ষার্থী ছিলো ১৩০২ জন, যার মধ্য থেকে উত্তীর্ণ হয়েছে ৮২১ জন এবং জিপিএ-৫ পেয়েছে ৭৯ জন, মুক্তাগাছা মহাবিদ্যালয়ে মোট পরীক্ষার্থী ছিলো ৫৪৪ জন, উত্তীর্ণ হয়েছে ১৮৫ জন এবং জিপিএ-৫ পেয়েছে ১ জন, বিনোদনবাড়ী আইডিয়াল কলেজে মোট পরীক্ষার্থী ছিলো ৩১ জন, উত্তীর্ণ হয়েছে ২২ জন, হাজী কাশেম আলী কলেজে মোট পরীক্ষার্থী ছিলো ৮০ জন, উত্তীর্ণ হয়েছে ৩৭ জন, গাবতলী কলেজে মোট পরীক্ষার্থী ছিলো ১৬২ জন, উত্তীর্ণ হয়েছে ৪৪ জন, প্রিন্সিপাল পারভীন জাকির কলেজে মোট পরীক্ষার্থী ছিলো ৫ জন, উত্তীর্ণ হয়েছে ১ জন, বাবর রাবেয়া নগর কলেজে মোট পরীক্ষার্থী ছিলো ২ জন, কেউ উত্তীর্ণ হয় নি।
মাদরাসা শাখার দিকে নজর দিলে দেখা যায়, মুক্তাগাছা আব্বাসিয়া কামিল মাদরাসায় মোট পরীক্ষার্থী ছিলো ৭১ জন, সকলেই উত্তীর্ণ হয়েছে এবং জিপিএ-৫ পেয়েছে ৩ জন, মনিরামবাড়ী বালিকা আলিম মাদরাসায় মোট পরীক্ষার্থী ছিলো ২৩ জন, উত্তীর্ণ হয়েছে ২২ জন এবং জিপিএ-৫ পেয়েছে ৩ জন এবং লেংড়ার বাজার আলীম মাদরাসায় মোট পরীক্ষার্থী ছিলো ২৪ জন, উত্তীর্ণ হয়েছে ২৩ জন এবং জিপিএ-৫ পেয়েছে ১ জন।
একটু লক্ষ্য করলেই দেখা যায়, মুক্তাগাছা আব্বাসিয়া কামিল মাদরাসা ১০০% পাশ এবং বাবর রাবেয়া নগর কলেজ ১০০% ফেল করেছে।