স্টাফ রিপোর্টারঃ স্বচ্ছতা, জবাবদিহিতা ও পেশাদারিত্বে ঐক্যের আহ্বানের মাধ্যমে সংগঠনটির নব নির্বাচিত কমিটি গঠিত হয়। আজ সন্ধ্যায় ময়মনসিংহের মুক্তাগাছাস্থ ভাবকীর মোড় অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠেয় উক্ত নির্বাচনী আয়োজনের প্রথম পর্বে বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব আব্বাস উদ্দীন মাষ্টার এর সভাপতিত্বে উক্ত আয়োজনে অংশগ্রহণ করেন প্রধান নির্বাচন কমিশনার ও সহকারী নির্বাচন কমিশনার যথাক্রমে সাবেক সমবায় কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম দুদু ও ফরিদ আহমেদ, প্রভাষক, হাজী কাশেম আলী কলেজ মুক্তাগাছা, ময়মনসিংহ। স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সুশীল সমাজ ও উলামা মাশায়েখের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, বিশেষ আলোচনা ও দোয়া মাহফিল এর মধ্য দিয়ে প্রথম পর্বের সমাপ্তি ঘটে। দ্বিতীয় পর্বে কমিটির সাধারণ সদস্যের কণ্ঠভোটে সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম-সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদকসহ বিভিন্ন পদে সমর্থন জানান। সাবেক কমিটির অন্যতম সদস্য মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম এর সঞ্চালনায় উক্ত নির্বাচনী আয়োজনে কমিটির সদস্যবৃন্দ কণ্ঠভোটে বিভিন্ন পদে সমর্থন জানান। সাঃ সঃ পদে একাধিক প্রার্থী থাকলেও অনলাইনে যুক্ত হওয়া যুগান্তর প্রতিনিধি মোঃ সোহেল রানা তার প্রার্থীতা প্রত্যাহার করায় মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম বেসরকারিভাবে উক্ত পদে নির্বাচিত হন। অন্যান্য পদেও একাধিক প্রার্থী না থাকায় বেসরকারিভাবে নির্বাচনি ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন উক্ত আয়োজনে দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা ও সহকারী নির্বাচন কর্মকর্তাবৃন্দ। নির্বাচন শেষে আয়োজনের সভাপতি জাতির প্রত্যাশা পূরণ ও দুর্নীতি প্রতিরোধ, মাদক নির্মূলসহ সামাজিক অবক্ষয় ও মানুষের মৌলিক চাহিদা পূরণে নব নির্বাচিত কমিটি নেতৃবৃন্দের বস্তুনিষ্ঠ পেশাদারিত্বের উপর গুরুত্বারোপ করেন। উপজেলা প্রেসক্লাব মুক্তাগাছা'র নব নির্বাচিত কমিটির নেতৃবৃন্দ উপস্থিত সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দনসহ পেশাদারিত্বে সার্বিক সহযোগিতা কামনা করেন। উক্ত আয়োজনে অবসর প্রাপ্ত সার্জেন্ট আলহাজ্ব গোলাম মোস্তফা ছাড়াও ছাত্র-শিক্ষক রাজনৈতিক ব্যক্তিত্ব ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন।