মনিরুল ইসলাম, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি:
ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্যে দিয়ে পালিত হলো জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৪। জাতীয় শিক্ষা সপ্তাহে নওগাঁ জেলার সীমান্তবর্তী সাপাহার উপজেলায় বিভিন্ন ক্যাটাগোরীতে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষক নির্বাচিত করা হয়। এরই ধারাবাহিকতায় উপজেলার তালকুড়া লতিফিয়া আলিম মাদ্রাসার বাংলা বিভাগের সহকারী অধ্যাপক আব্দুল হালিম উপজেলা ও জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক (মাদ্রাসা) নির্বাচিত হন। ১৭ধাপে যাচাই-বাছাইয়ের পর এর ফলাফল প্রকাশ করা হয়
উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষ্যে উপজেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান ও শ্রেষ্ঠ শিক্ষকদের মধ্যে থেকে অধিকতর যাচাই-বাছাই করা হয়। পরে উপজেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান ও শ্রেষ্ঠ শিক্ষকদের তালিকা প্রকাশ করা হয়েছে। এ তালিকায় উপজেলার জেলার শ্রেষ্ঠ শিক্ষক (মাদ্রাসা) হিসেবে স্থান পান খঞ্জনপুর তালকুড়া লতিফিয়া আলিম মাদ্রাসার বাংলা বিভাগের সহকারী অধ্যাপক আব্দুল হালিম।
শ্রেষ্ঠ শিক্ষক আব্দুল হালিমের সাথে কথা হলে তিনি বলেন “ আল্লাহর অশেষ কৃপায় আমি শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছি। এর আগে আইম আইসটি ফোর ই তে দেশসেরা কন্টেন্ট নির্মাতা হয়েছি। আল্লাহ পাক যতদিন আমাকে সুস্থ রাখবেন ততদিন আমার যতটুকু মেধা আছে তা শিক্ষার্থীদের মাঝে পৌঁছে দিবো”। আব্দুল হালিম শ্রেষ্ঠ শিক্ষক হওয়ায় উপজেলার সর্বস্তরের মানুষ তাকে অভিনন্দন জানান।