উত্তর বন্দর মেম্বার ফরহাদ খানের সার্বিক সহযোগীতায় ভক্তিয়ার সড়ক এল জি ডি ই খন্ড খন্ড ভাঙ্গা রাস্তা সংষ্কারণ
আনোয়ারার উপজেলার
প্রতিনিধি আহমদ রেজা
উত্তর বন্দর রিকশা চালক সমবায় সমিতি সদস্যদের পরিশ্রমে ১নং বৈরাগ ইউনিয়ন পরিষদের ওয়ার্ড সভাপতি ও রিকশা চালক সমিতির , এল জি ডি ই অনুদানে ১নং বৈরাগ ইউনিয়নের ২নং ওয়ার্ডের মেম্বার ফরহাদ খানের কতৃক সার্বিক সহযোগিতায় এলাকার উন্নায়ন বাস্তবায়নে জন প্রতিনিধি ভক্তিয়ার সড়কের খন্ড খন্ড ভাঙ্গা ও এলাকা বাসীর যাতায়াতে সড়ক চলাচলে অসুবিধায় ভোগান্তি নিরাশনের জন্য উন্নায়ন মূলক সংষ্কারণ।এগিয়ে আসছে ফরহাদ খান ও রিকশা চালক সমবায় সমিতির সদস্যরা। উত্তর বন্দর ভক্তিয়ার দীর্ঘয়াত সড়ক কাফকো সেন্টার হতে। বাংলাদেশ মেরিন একাডেমী ফটক পর্যন্ত খন্ড খন্ড ভাঙ্গা। গুলো এলাকার গাড়ি ও যাত্রী এবং স্কুল পড়ুয়া ছাত্র-ছাত্রী দের যাতায়াতের অসুবিধায়। এলাকার মেম্বার ফরহাদ খান ও পরিশ্রমী রিকশা চালক খেটে খাওয়া মানুষ গুলো।রাস্তা সংষ্কারন উদ্যেগ। উত্তর বন্দর রিকশা চালক সমিতির সভাপতি আলী আজদ সহ।
রিকশা চালক সদস্যরা সারা দিনের ক্লান্তিকর কাজ শেষে এলাকার উন্নায়নের জন্য জনসাধারণ যাতায়াতে সুবিধার্থে জন প্রতিনিধির সহযোগিতায় রাতের নিশীতে নিজের পরিশ্রমের মধ্যে সংষ্কারন কাজ করে চলছে। তারা মধ্য রাতে নীশিতে কাজ করছে
সরজমিনে গনমাধ্যমকে জানায় রিকশা চালক সমবায় সমিতির সভাপতি আলী আজদ বলেন।এ এলাকায় আমার জন্ম এটা আমার বসবাসের স্থান আমরা রিকশা চালক হতে পারি কিন্তু আমি ও মানুষ। মানুষ মানুষের জন্য তাই আমদের এলাকার সড়ক না যেখানে অবিচার বা আপরাধ অনন্যায় হবে আমরা প্রতিবাদ করবো।
যেমন অসহায় মানুষের পাশে থাকা ফরহাদ খান।উন্নায়ন মূলক সব কাজে সহযোগিতায় এগিয়ে আসা। আমরা থাকবো,আমরা আছি ঐক্যবদ্ধ হয়ে। এলাকার কাজ নিজেদের কাজ মনে করে করছি লজ্জা নাই।তাই আমরা যখন নিজেদের রিকশাতে যাত্রীরা উঠা নামা করায়, বহন করে যাতায়ত ।তখন সড়ক খন্ড খন্ড কাঁদে পরিবহনে চাকা পরলে।যাত্রী ও আমাদের পরিবহনে ক্ষতি হয়। তাই মেম্বার ফরহাদ খানের উদ্যোগে রিকশা চালক সমবায় সমিতির কিছু সদস্য নিয়ে রাস্তা সংষ্কারনে কাজে এগিয়ে আসলাম।
আমরা চায় আমাদের এলাকা দুর্ভোগ মুক্ত যাত্রীদের যাতায়াতের অসুবিধা না হক।
তিনি ধন্যবাদ জানায় মাননিয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রী আলহাজ্ব সাইফুজ্জামান জাবেদ কে।এবং ১নং বৈরাগ ইউনিয়নের মেম্বর ফরহাদ খান কে।