ঈশ্বরদী পৌর আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত।
আব্দুল কাইউম :
পাবনার ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে শনিবার ৯ ডিসেম্বর সকাল ১১ টায় এক নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন পাবনা-৪ আসন এর নৌকার মাঝি সাবেক ভূমি মন্ত্রী মরহুম শামসুর রহমান শরীফ ডিলু এম পি ছেলে গালিবুর রহমান শরীফ তিনি বলেন ছোটবেলা থেকে বাবার কাছে থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আদর্শের শিক্ষা পেয়েছি। জাতীর জনক এর সুযোগ্য কন্যা শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বির্নির্মানে নিজেকে সম্পৃক্ত করে পাবনা-৪ আসনের জনগণের সেবার ব্রত নিয়ে মাঠে কাজ করে যাব।
আলোচনায় আরও উপস্থিত ছিলেন জেলা বাংলাদেশ আওয়ামী লীগ পাবনা জেলা শাখার মহিলা বিষয়ক সম্পাদক মেহজাবিন শিরিন,ঈশ্বরদী উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি নায়েব আলী বিশ্বাস,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ মিন্টু,পৌর আওয়ামী লীগ সভাপতি আব্দুল খালেক,পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও পৌর মেয়র ইসহাক মালিথা সহ পৌর আওয়ামী লীগ নেতাকর্মী বৃন্দ।