ঈদগাহের প্রবেশ মুখে ৬০০ মানুষকে ফিরনী খাওয়ালেন ওয়ার্ড মেম্বার।
মো: ওমর ফারুক (ফকিরহাট প্রতিনিধি)
আরব দেশগুলোতে বিভিন্ন শো-রুম বা দোকানে গেলে চকলেট বা খোরমা খেজুর দিয়ে আপ্যায়ন করা হয়।
ইউরোপের মুষ্টিমেয় কিছু ব্রান্ডের শো-রুম তাদের ক্রেতা দর্শনার্থীদের কফি দিয়ে আপ্যায়ন করে।
পৃথিবীর প্রায় সব দেশেই তারকা মানের আবাসিক হোটেল তাদের গ্রাহকদের কম্পলিমেন্টারি জ্যুস, কফি, টয়লেট্রিস আইটেম সরবরাহ করে।
কিন্তু ঈদ জামাতে অংশগ্রহণকারীদের সুন্নত আদায়ের উদ্দেশ্যে ঈদগাহে প্রবেশ মুখে মুসল্লীগণকে মিষ্টান্ন (ফিরনী) দিয়ে আপ্যায়ন করার নজীর এখনো দেখা যায়নি।
এমনই এক ব্যাতিক্রমী আয়োজন করেছেন বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার লখপুর ইউনিয়নের ৫ ও ৬ নং ওয়ার্ড মেম্বারগণ।
মূলত ৫ নং ওয়ার্ড মেম্বার মো: সেলিম শেখ এর পরিকল্পনায় তার কিছু ঘনিষ্ঠ অনুসারী এই আপ্যায়ন ব্যাবস্থা বাস্তবে রুপ দিয়েছেন।
ব্যাতিক্রমী এই আয়োজন বিষয়ে জিজ্ঞাসা করলে জবাবে মো: সেলিম শেখ জানান ঈদুল ফিতরের নামাজের আগে মিষ্টিমুখ করা সুন্নত, তাই তার ওয়ার্ডের ঈদগাহে আগত প্রত্যেক মুসল্লীর যেন সুন্নত আদায় হয়ে যায় এবং ওয়ার্ড মেম্বার সকলের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করতে পারে তারই অংশ হিসেবে এই ব্যাতিক্রমী আয়োজন করেছেন তিনি।
ঈদগাহের প্রবেশ মুখে ফিরনী খেয়েছেন এমন কয়েকজন মুসল্লীর সাথে কথা বলে জানা যায়,ব্যতিক্রমী এই আয়োজনে তারা খুবই খুশি।
সত্তরোর্ধ একজন মুরুব্বিকে অনুভূতি প্রকাশ করতে বলা হইলে তিনি বলেন, তার ছোট বেলায় দেখেছেন ঈদগাহে বা মসজিদে ঈদের নামাজের পরে জিলাপি বা মিষ্টি বিতরণ করা হতো।
কিন্তু এখন আর সেই প্রচলন নেই, কিন্তু অল্পবয়সী তরুণ এই মেম্বার সেই পুরনো দিনের কথা মনে করিয়ে দিয়েছে।