ইবি নিউজ ৬৪ ডট কম অনলাইন ও পত্রিকার প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী ২০২৩ অনুষ্ঠিত,
মোল্লা জাহাঙ্গীর আলম _খুলনা
সততা ও ন্যায় নিষ্ঠার সাথে বিগত একটি বছর অনলাইন পত্রিকা ইবি নিউজ ৬৪ ডট কম পত্রিকার সাথে আমি_বাংলাদেশ প্রেসক্লাব রূপসা উপজেলা শাখা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক,খুলনা জেলা কমিটির সদস্য, খুলনা বিভাগীয় কমিটির সহ প্রচার সম্পাদক ও আইন সহায়তা কেন্দ্র (আসক)ফাউন্ডেশন খুলনা বিভাগীয় কমিটির সহ প্রচার সম্পাদক_মোল্লা জাহাঙ্গীর আলম_কাজ করতে পেরে নিজে আনন্দিত।
যদিও চাহিদার তুলনায় অনেক কম কাজ করেছি, তারপরও পত্রিকা পরিবারের থেকে শিখেছি অনেক কিছু। চলার পথে অনিচ্ছাবশত কোনো ভুল করে থাকলে, তার জন্য সকলে ক্ষমা-সুন্দর দৃষ্টিতে দেখবেন।
প্রতিষ্ঠা বার্ষিকীর এই মাহেন্দ্রক্ষণে ইবি নিউজ পরিবারের সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ জাবেদ হোসাইন ও প্রকাশক মোঃ মাসুম সরদার এবং বার্তা সম্পাদক সাংবাদিক সহযোদ্ধাদের অধিকার আদায়ের লড়াই করা সংগ্রামী ব্যক্তিত্ব ঢাকা সাংবাদিক ইউনিয়নের নেত্রী জেসমিন জুঁই সহ আমার প্রিয় কলম সৈনিক সাংবাদিক ভাই বোনদের কে এক গুচ্ছ তাজা লাল গোলাপের শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন জানাচ্ছি।
কৃতজ্ঞতার সাথে পত্রিকার প্রাণ প্রিয় পাঠকদের প্রতিষ্ঠা বার্ষিকীর শুভেচ্ছা ও অভিনন্দন ঙ্গাপন করছি। প্রিয় পাঠক বৃন্দ কষ্ট করে আমাদের নিউজ টি পড়েন, এজন্য আমরা তথ্য সংগ্রহের কাজ করি। তাদের প্রশংসা আমাদের সামনে এগিয়ে যাওয়ার একমাত্র অনুপ্রেরণা।আপনারা জেনে আনন্দিত হবেন, সমগ্র বাংলাদেশের ৬৪ টি জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর এখন অল্প সময়ের মধ্যে ইবি নিউজ পত্রিকার সম্পাদক, প্রকাশক, বার্তা সম্পাদক সহ পত্রিকার বিভিন্ন কলাকৌশলী সততার সাথে দায়িত্ব পালনে কাজ করছে।যার সুফল হিসাবে আপনার এন্ড্রয়েড মোবাইল ফোনে ওই নিউজ টি পড়তে পারছেন। খুব তাড়াতাড়ি পুরো ঘটনাটি সম্পর্কে আপনি জানতে পারছেন।
সম্মানিত সুধি,ইবি নিউজ পত্রিকায় সাদা-মাঠা নিয়মিত খবর, অপরাধ-অনুসন্ধান, ফিচার, স্টোরি, প্যাকেজ নিউজ, সাধারন মানুষের বিভিন্ন সমস্যা, এলাকার উন্নয়নের সম্ভাবনা, বিভিন্ন চলমান দুর্নিতীর খবর, জাতীয় ও আঞ্চলিক খবর গুলো সব সময় সবার আগে তুলে ধরে প্রশংসা কুড়িয়েছে অনেক।সেই সাথে মানুষের মনে অল্প সময়ের একটি জায়গা দখল করেছে ইবি নিউজ পরিবার। হাটি হাটি পা পা করে মাত্র একটি বছর পার করতেই শহর থেকে গ্রাম পর্যন্ত পরিচিতি বেড়েছে সর্ব-স্তরে।সকলের দোয়া এবং ভালোবাসায় ইবি নিউজ ৬৪ ডট কম পত্রিকা গরীব-দুঃখী,অসহায়, নিপিড়ীত, নির্যাতিত, লাঞ্ছিত, বঞ্চিত, শোষিত এবং সাধারন মানুষের দুঃখ-কষ্টের কথা তুলে ধরবে এমনটাই প্রত্যাশা করি। সকলের নিকট পত্রিকার জন্য দোয়া কামনা করছি।উল্লেখিত,আজ শনিবার ৫ই”আগষ্ট /০৮/২০২৩/তারিখ ইবি নিউজ ৬৪ ডট কম এর প্রথম বার্ষিক ২০২৩- অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত রূপসা উপজেলার ইউএনও কোহিনূর জাহান,প্রধান বক্তা হিসেবে উপস্থিত রূপসা থানার অফিসার ইনচার্জ মো: শাহিন,প্রধান আলোচক হিসেবে উপস্থিত ইঞ্জিনিয়ার জাবেদ হোসেন,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রূপসা উপজেলা প্রেসক্লাবের সভাপতি সৈয়দ মোরশেদ আলম বাবু,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রূপসা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আ : রাজ্জাক শেখ,বিশেষ অতিথি জেসমিন জুঁই সাবেক নির্বাহী সদস্য, ডিইউজে বার্তা সম্পাদক, ইবি নিউজ ৬৪ ডট কম।অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন ইবি নিউজ ৬৪ ডট কম এর প্রকাশক মো: মাসুম সরদার।উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন ওহিদুজ্জামান আরমান মিয়া।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত বাংলাদেশ প্রেসক্লাব রূপসা উপজেলা শাখা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন খুলনা বিভাগীয় কমিটির সহ প্রচার সম্পাদক_মোল্লা জাহাঙ্গীর আলম।এছাড়াও অনুষ্ঠানে আরো উপস্থিত আছেন রূপসা উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আ: মজিদ শেখ, সাংবাদিক মো: নাজিম সদ্দার “সহ বিভিন্ন বিভাগীয় প্রধান-জেলা ও উপজেলার এবং রূপসা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিক প্রতিনিধিরা।