আহত চেয়ারম্যানকে দেখতে মানবিক এমপি”সালাম মূর্শেদী হাসপাতালে ছুটে গেলেন,
মোল্লা জাহাঙ্গীর আলম _খুলনা //
সড়ক দুর্ঘটনায় আহত খুলনা জেলার তেরখাদা উপজেলার ছাগলাদাহ ইউনিয়নের চেয়ারম্যান দ্বীন ইসলামকে দেখতে আজ শনিবার ২২শে জুলাই এর দুপুরে হাসপাতালে গেলেন,খুলনা-৪ আসনের সংসদ সদস্য জনাব আব্দুস সালাম মূর্শেদী।গত বুধবার ১৯/০৭/২০২৩ তারিখে চেয়ারম্যান দ্বীন ইসলাম ঢাকার যাওয়ার পথে কুর্মিটোলা নামক স্থানে সড়ক দুর্ঘটনায় আহত হয়।আহত চেয়ারম্যানকে ঢাকার শেরেবাংলা নগরে নিটোর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।পরবর্তীতে তাকে ধানমন্ডির একটি বেসামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।এমপি আব্দুস সালাম মূর্শেদী চেয়ারম্যান দ্বীন ইসলাম এর জন্য দ্রুত সুস্থতা কামনা করেন ও সেই সাথে দেশবাসীর কাছেও দোয়া চেয়েছেন।