মোঃ রাশিদুল হাসান জিহাদ, নিজস্ব প্রতিনিধিঃ ময়মনসিংহের উদীয়মান নবীন কবি ও ছড়াকার হানিফ রাজার একক কাব্যগ্রন্থ, আলোর দিশা, কবিতার বই এর মোড়ক উন্মোচন করা হয়। শুক্রবার সকাল-১১ ঘটিকায় শহরের ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সেমিনার কক্ষে গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব ও চলচ্চিত্র অভিনেতা পীরজাদা শহিদুল হারুন, গ্রন্থ লেখক হানিফ রাজার সভাপতিত্বে মূখ্য আলোচক বহুগ্রন্থ প্রণেতা ও দৈনিক দেশজগত পত্রিকার সম্পাদক মাহমুদুল হাসান নিজামী, উপস্থিত ছিলেন, কবি ও অনুবাদক শামছুল ফয়েজ, কবি ও ছড়াকার আতিক হেলাল, কবি ও সম্পাদক মতিয়ারা মুক্তা( মাটির মা) তরুণ কবি শাহিন শাহ ,সহ দেশ বরেণ্য কবি লেখক সাহিত্যিক,সাংবাদিক এবং বিভিন্ন সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
বইটিতে সমসাময়িক বিষয়, প্রেম, দ্রোহ,ভালোবাসা, মানবতা,আত্মবোধ, আত্মসমালোচনা,বিষয়ক কবিতা দিয়ে সাজানো হয়েছে। বইটি পাঠকপ্রিয়তা পাবে ও শিক্ষা,সংস্কৃতিতে, সামাজিক, অবক্ষয় রোধে করণীয়, গ্রহনীয় বিষয়ে অনুপ্রেরণার জোগান দিবে বলেও লেখকের প্রত্যাশা।