আলমডাঙ্গা থানা পুলিশের অভিযানে ০৯ জন আসামী গ্রেফতার।
তানজিল আহমেদ রনি চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি
চুয়াডাঙ্গা জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব আব্দুল্লাহ্ আল-মামুনের সার্বিক দিকনির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), চুয়াডাঙ্গা জনাব আনিসুজ্জামানর তত্ত্বাবধানে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ জনাব বিপ্লব কুমার নাথের নেতৃত্বে আলমডাঙ্গা থানার চৌকস অফিসার ও ফোর্স অভিযান পরিচালনা করে-
জিআর-২০৮/১৭ এর পরোয়ানাভুক্ত আসামী ১. মোঃ ফজলুল হক ফজলু, পিতা- মৃত লস্কার আলী বিশ্বাস, সাং- এনায়েতপুর,
জিআর-১৬/২৩ এর পরোয়ানাভুক্ত আসামী ২. মোছাঃ জামিলা খাতুন (৪৮), পিতা- আবু তালিব মন্ডল, স্বামী- আবুল কাশেম, সাং- খাসকররা (উত্তরপাড়া),
জিআর-২৪/২৩ এর পরোয়ানাভুক্ত আসামী ৩. মোঃ লিটন হোসেন (৩৬), পিতা- মৃত রহমান, সাং- জেহালা অঘরনাথপাড়া,
এনজিআর-৩২৬/১৯ এর (জিআর সাজা) পরোয়ানাভুক্ত আসামী ৪। শ্রী মাসুম, পিতা- মৃত মনোয়া, সাং- আলমডাঙ্গা ষ্টেশনের পাশে মেথরপাড়া,
জিআর-৪৫৫/১৬ এর পরোয়ানাভুক্ত আসামী ৫. মোছাঃ জহুরা খাতুন, স্বামী- শাজাহান ফকির,
৬. মোঃ শরিফ উদ্দীন, পিতা- মোঃ বজলুর রহমান
৭. মোঃ শাজাহান ফকির,
পিতা- মৃত জাফর আলী, সর্ব সাং- রোয়াকুলি,
সিআর-৩৩/২৩ (সবুজবাগ) এর পরোয়ানাভুক্ত আসামী ৮. মোঃ পলাশ রহমান, পিতা- আঃ মজিদ, সাং- হাকিমপুর, সাং- খাসকররা,
এবং আলমডাঙ্গা থানার নিয়মিত মামলার আসামী ৯. মোঃ আসাদুল হক @ আসাবুল (৪৫), পিতা- মৃত মনছের আলী, সাং- বড় বোয়ালিয়া,
আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।