আলমডাঙ্গা থানা পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার ১৫
তানজিল আহমেদ রনি চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি
চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুনের সার্বিক দিকনির্দেশনায় অফিসার ইনচার্জ আলমডাঙ্গা থানা জনাব বিপ্লব কুমার নাথের নেতৃত্বে আলমডাঙ্গা থানার চৌকস অফিসার ও ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে ০৯.০৪.২০২৩ খ্রিঃ তারিখ আনুমানিক ২১:৩৫ ঘটিকার সময় আলমডাঙ্গা থানাধীন বিভিন্ন এলাকায় পৃথক পৃথকভাবে মাদকবিরোধী ও ওয়ারেন্ট তামিল অভিযান পরিচালনাকালে আলমডাঙ্গা থানাধীন দক্ষিণ গোবিন্দপুর, বেলগাছি এলাকা হতে আসামী ১। মোঃ আবু সাঈদ মল্লিক (৫২), পিতা-মৃত আলী আকবর মল্লিক, সাং-দক্ষিণ গোবিন্দপুর, ২। মোঃ লিটন হোসেন (৩৮), পিতা-মৃত কিয়াম উদ্দিন, সাং- দক্ষিণ গোবিন্দপুর, ৩। মোঃ সোহেল রানা (৩২), পিতা-মোঃ আসাদুল হক, সাং- দক্ষিণ গোবিন্দপুর, ৪। মোঃ বজলুর রহমান (৫২), পিং-মৃতঃ আবুল হোসেন, সাং-বেলগাছি, থানা- আলমডাঙ্গা,
জিআর-১৯৯ (২)২০২২ এর পরোয়ানাভুক্ত আসামী-৫ । মোঃ আলমগীর হোসেন @ বাবলু (৫২), পিতা- মৃত ফজলুর রহমান,
৬। মোছাঃ সালমা খাতুন (৪২), স্বামী- মোঃ আলমগীর হোসেন @ বাবলু,
৭। মোছাঃ আকলিমা খাতুন (২০), পিতা-মোঃ আলমগীর হোসেন @ বাবলু, সর্বসাং- আলমডাঙ্গা পুরাতনবাজার, থানা-আলমডাঙ্গা;
এসসি-১৫৮২/২১ এর পরোয়ানাভুক্ত আসামীঃ
৮। মোঃ হাসিবুল ইসলাম, পিতা-মোঃ পিকু, সাং- আসাননগর,থানা-আলমডাঙ্গা;
সিআর-২০৪/২২ এর পরোয়ানাভুক্ত আসামীঃ
৯। মোঃ ঝন্টু, পিতা-কালু, ১০। নাজমা খাতুন, স্বামী- রাজিব হোসেন, শ্বশুর- আবু বকর,
১১। ফেরদৌসী খাতুন, স্বামী- কালু,
১২। আঃ ছালাম, পিতা-আঃ মান্নান, সর্বসাং-বিনোদপুর, থানা-আলমডাঙ্গা;
সিআর-৭৯৭/২২ এর পরোয়ানাভুক্ত আসামীঃ
১৩। মোঃ মোফাজ্জেল হক, পিতা- কিয়ামুদ্দীন, সাং- হাকিমপুর, থানা-আলমডাঙ্গা;
সিআর-৪০/২২ এর পরোয়ানাভুক্ত আসামীঃ
১৪। মোঃ আঃ রহমান, পিতা- মোহাব্বত আলী, সাং- নওদা দূর্গাপুর, থানা- আলমডাঙ্গা; এবং
সিআর-০৬/২১ এর পরোয়ানাভুক্ত আসামী
১৫। মোঃ জামাল, পিতা- মৃত নুর হক, সাং- কেশবপুর, থানা- আলমডাঙ্গা, জেলা-চুয়াডাঙ্গাদের নিকট হতে ৫০ (পঞ্চাশ) পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধারসহ জিআর/সিআর পরোয়ানাভুক্ত আসামী হাতেনাতে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করতঃ পরোয়ানাভুক্ত আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়।